advertisement
আপনি পড়ছেন

আয়ারল্যান্ডের মতো দুর্বল দলের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলছে ভারত। তাতে ২০৮ কিমি গতিতে বল করে হইচই ফেলে দিয়েছেন ভারতীয় বোলার ভুবনেশ্বর কুমার ওরফে ভুবি। অবশ্য এ গতির বলে ব্যাটারের কোনো সমস্যা হয়নি। কারণ ওই গতি ভুবির বলে তৈরি হয়নি, হয়েছে স্পিডোমিটারের ভুলে। খবর ইন্ডিয়া ডটকম।

spidometerভুবির সেই আলোচিত বল ও স্পিডোমিটারের হিসাব

গতকাল রোববার আয়ারল্যান্ডের বিরুদ্ধে ইনিংসের শুরুতে স্পিডোমিটার ভুবনেশ্বর কুমারের বলের যে গতি দেখিয়েছে, তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হইচই পড়ে যায়। প্রথম বলের পর স্পিডোমিটারে দেখায় বলের গতি ২০১ কিলোমিটার বা ১২৫ মাইল। দ্বিতীয় বলে সেটাও ছাপিয়ে যায়। স্পিডোমিটারে ফুটে উঠে, ঘণ্টায় ২০৮ কিমি বা ১২৮ মাইল গতিতে বল করেছেন ভুবনেশ্বর কুমার। 

গতকাল ডাবলিনে আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামে ভারত। সংক্ষিপ্ত সংস্করণের এ খেলা বৃষ্টি কারণে আরো সংক্ষিপ্ত হয়ে যায়। প্রতি দলের জন্য ১২ ওভার নির্ধারণ করা হয়। ম্যাচে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। শুরুতেই ভুবির হাতে বল তুলে দেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া।

bhuvneshwar kumar bowling ভুবনেশ্বর কুমার

এরপরই শুরু হয় ভেলকি। ভুবির নয়, স্পিডোমিটারের। এই ত্রুটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো হাসাহাসি শুরু হয়ে যায়। একজন মন্তব্য করেন, উমরান মালিক হাতে বল পাওয়ার আগেই স্পিডোমিটার হাতের বাইরে চলে গেছে। আরেকজন মন্তব্য করেন, বল নয়, রকেট উৎক্ষেপণ করছেন ভুবি।