আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততায় ক্রিকেটারদের হরহামেশাই বিদেশ বিভুঁইয়ে ঈদ উদযাপন করতে হয়। পেশার কারণে পরিবার-স্বজনদের ছেড়ে ঈদ কাটানোর বাস্তবতা মেনে নিতে হয় ক্রিকেটারদের। এবারও বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফর চলাকালীনই ঈদুল আজহা উদযাপিত হবে সারা বিশ্বে।
ঈদের দিন বাংলাদেশের প্রথম ওয়ানডে
বৃহস্পতিবার বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। তাই আগামী ১০ জুলাই (রোববার) সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। ঈদের দিনই মাঠে থাকতে হবে বাংলাদেশ দলকে। কারণ সেদিনই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে ম্যাচটি।
অবশ্য ক্যারিবিয়ানের আগের দিনই ঈদ উদযাপন করবেন টাইগাররা। তবে স্বদেশের হিসেবে ঈদের দিন ম্যাচ খেলতে হবে তামিম ইকবালের দলকে।
গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে বাকি দুটি ওয়ানডেও অনুষ্ঠিত হবে। ম্যাচগুলো মাঠে গড়াবে ১৩ ও ১৬ জুলাই। ভেন্যু ও ম্যাচ শুরুর সময় একই থাকবে।
ওয়েস্ট ইন্ডিজ সফরের শুরুটা অবশ্য এবার ভালো হয়নি বাংলাদেশ দলের। দুই ম্যাচের টেস্ট সিরিজে ক্যারিবিয়ানদের কাছে হোয়াইটওয়াশ হয়েছে সাকিব আল হাসানের দল।
লাল বলের ক্রিকেটের ব্যর্থতা ভুলতে টাইগাররা মনোযোগী হচ্ছে টি-টোয়েন্টি সিরিজে। আগামী ২ জুলাই থেকে ডমিনিকার উইন্ডসর পার্কে শুরু হবে ক্ষুদে সংস্করণের এই সিরিজ। ৩ জুলাই দ্বিতীয় ও ৭ জুলাই সিরিজের তৃতীয় ও শেষ টি- টোয়েন্টি।
টেস্টের তুলনায় সীমিত ওভারের দুই ফরম্যাটে বেশ শক্তিশালী বাংলাদেশ দল। সর্বশেষ ২০১৮ সালেও উইন্ডিজ সফরে এসে ওয়ানডে, টি- টোয়েন্টি সিরিজ জিতেছিল টাইগাররা। এবারও সেটির পুনরাবৃত্তি করতে চান তামিম-মাহমুদউল্লাহরা।