advertisement
আপনি পড়ছেন

ভারত সফরে এসে অল্পের জন্য মৃত্যুর হাত থেকে রক্ষা পেলেন সাবেক ব্রাজিলিয়ান ফুটবল তারকা রোনালদিনহো। একটি বড় ট্রাফিক সিগনাল লাইটপোস্ট তাঁর গাড়ির সামনেই ভেঙ্গে পড়ে। একটু এদিক-ওদিক হলেই বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিলো।

ronaldinho

একটি ফুটবল প্রোজেক্টের আওতায় ভারতের কেরালার নাগজি ট্রফির উদ্বোধন করতে স্থানীয় একটি স্কুলে যান রোনালদিনহো। অনুষ্ঠান শেষে বের হওয়ার পথে রোনালদিনহোকে দেখার জন্য ভিড় করে আশেপাশের মানুষ।

হাজার হাজার মানুষ ব্রাজিলিয়ান এ সুপারস্টারকে একনজর দেখার জন্য রাস্তার আশেপাশের সমস্ত বিল্ডিং, গাছপালা, ট্রাফিক সিগন্যালের ওপর চড়ে বসেন। আর এতেই বাঁধে বিপত্তি।

গাড়িতে চড়ে বসে একটু সামনে আগাতেই মরচে পড়া একটি ট্রাফিক সিগনাল লাইটপোস্ট গাড়ির একেবারে সামনে ভেঙ্গে পড়ে। রোনালদিনহোর ড্রাইভার দারুণ দক্ষতায় গাড়ি নিয়ন্ত্রণে রাখেন। ফলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকলেও তা আর ঘটে নি।

 

আপনি আরও পড়তে পারেন

সাকিব: যুব বিশ্বকাপের ফাইনাল খেলবে বাংলাদেশ

মুস্তাফিজের আইপিএল: বিসিবির দুই রকম ভাবনা

অপমানের শিকার আমির, এগিয়ে এলেন হাফিজ