advertisement
আপনি দেখছেন
সর্বশেষ আপডেট: 23 মিনিট আগে

এ বছর প্রথমবারের মতো উয়েফার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন ভার্জিল ফন ডাইক। লিভারপুলের ডাচ ডিফেন্ডার ফিফার বর্ষসেরা হতে পারেননি। তাকে হারিয়ে ষষ্ঠবারের মতো সেরার স্বীকৃতি জিতেছেন লিওনেল মেসি। দুই ক্যাটাগরির লড়াই শেষে ব্যক্তিগত নৈপুণ্যের ‘আসল’ সিংহাসন কে জিতবেন?

maurizio sarri cristiano ronaldo juventus

মেসি ও ফন ডাইকের নাম দুটিই বারবার সামনে আসছে। ফুটবল বিশ্লেষকদের বিশ্বাস এই দুজনের একজনের হাতে উঠবে ফ্রান্স ফুটবল সাময়িকীর সেরার সেরা স্বীকৃতি ব্যালন ডি’অর। কিন্তু এমনটা ভাবতে নারাজ জুভেন্টাসের প্রধান কোচ মাওরিসিও সারি। দুজনের একজনকেও পছন্দ নয় তার।

ইতালিয়ান কোচের মতে এ বছরের ব্যালন ডি’অর জিতবেন তার শিষ্য ক্রিশ্চিয়ানো রোনালদো। সারি বলেছেন, ‘আমি আশাবাদী ক্রিশ্চিয়ানো (রোনালদো) ব্যালন ডি’অর জিতবে।’ সারি তার আর্জেন্টাইন শিষ্য পাওলো দিবালার হাতেও ভবিষ্যতের শ্রেষ্ঠত্ব দেখছেন, ‘একদিন দিবালার হাতেও ব্যালন ডি’অরের ট্রফি উঠবে।’

রোববার ঘরের মাঠে তুরিন স্টেডিয়ামে সিরি’এ লিগের ম্যাচে সাস্যুলোর মুখোমুখি হবে জুভেন্টাস। এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ব্যালন ডি’অর নিয়ে ব্যক্তিগত মতামত দেন সারি। সাস্যুলো ম্যাচ নিয়ে তার ভাষ্য, ‘আগামীকাল (রোববার) আমাদের জন্য ভয়ঙ্কর একটা ম্যাচ আছে।’

সাস্যুলো ম্যাচটাকে জুভেন্টাস যে হালকাভাবে নিচ্ছে না সেটা দলটির প্রধান কোচ সারির কথাতেই স্পষ্ট। কেন ম্যাচটা তাদের জন্য সহজ হবে না সেটার একটা ব্যাখ্যাও দিয়েছেন সারি, ‘এই ম্যাচটায় খেলার জন্য আমাদের অনেক মানসিক শক্তি দরকার। কেননা আমাদের সামনে দুটি অ্যাওয়ে ম্যাচ আছে। সাস্যুলো দুর্দান্ত একটা দল। তাদের বিরুদ্ধে খেলা সহজ হবে না। প্রতিপক্ষ হিসেবে স্যাসুলো এবং তাদের কোচকে আমি অনেক সম্মান করি।’

sheikh mujib 2020