প্রথম লেগে গত ১৫ সেপ্টেম্বর মালমোকে উড়িয়ে চ্যাম্পিয়নস লিগের যাত্রা শুরু করেছিল জুভেন্টাস। দ্বিতীয় লেগেও ব্যতিক্রম কিছু হয়নি। এ যাত্রায় ব্যবধানটা কমে আসলেও গ্রুপ সেরা হয়েই নক আউট পর্বের টিকিট কেটেছে তুরিনের ওল্ড লেডিরা।
জিতেছে জুভেন্টাস, ড্র করেছে ম্যানইউ
চ্যাম্পিয়নস লিগে ‘এইচ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে আলিয়াঞ্জ স্টেডিয়ামে মালমোর বিপক্ষে ১-০ ব্যবধানের জয় তুলে নিয়েছে জুভেন্টাস। ১৮ মিনিটে স্বাগতিকদের হয়ে একমাত্র গোলটি করেন তরুণ ইতালিয়ান ফরোয়ার্ড ময়জে কিন। অপর ম্যাচে ইয়ং বয়েজের সাথে ১-১ গোলে ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড।
ম্যাচজুড়ে আধিপত্য বিস্তার করেছে শক্তির বিচারে এগিয়ে থাকা জুভেন্টাস। তাদের আক্রমণাত্মক ফুটবলের কাছে কোণঠাসা ছিল সুইডেনের ক্লাবটি। বল দখলে পিছিয়ে থেকে স্বাগতিকদের ১৬টির বিপরীতে গোলমুখে মাত্র ছয়টি শট নিতে পেরেছে তারা। ম্যাসিমিলিয়ানো আলেগ্রির দলের যেখানে সাত, সেখানে দুটি লক্ষ্যে ছিল অতিথিদের।
জুভেন্টাস বনাম মালমো ম্যাচের একটি দৃশ্য
ছয় ম্যাচে পাঁচ এবং এক পরাজয়ে জুভেন্টাসের সংগ্রহ ১৫ পয়েন্ট। পাঁচ পরাজয়ের বিপরীতে এক ড্র থেকে মালমোর সংগ্রহ এক পয়েন্ট। ১৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে ইংলিশ প্রিমিয়ার লিগের দল চেলসি।
আগের ম্যাচ থেকে ১১ পরিবর্তন এনেও ইয়ং বয়েজের বিপক্ষে দারুণ শুরু পায় ম্যানইউ। এদিন বেঞ্চেও ছিলেন না সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। নবম মিনিটে লুক শ’র ক্রস থেকে ম্যাচের দারুণ এক শটে ঠিকানা খুঁজে নেন ম্যাসন গ্রিনউড। নিজেদের ভুলে ম্যাচের বিরতিতে যাওয়ার তিন মিনিট আগে পিছিয়ে পড়ে তারা। স্বাগতিক মিডফিল্ডার ফন ডি বিক বল তুলে দেন ফাবিয়ান রিয়েডারের পায়ে। কোনো ভুল করেননি সুইস তরুণ।
শেষ ষোলতে পা রেখেছে ম্যানইউ
ড্র করলেও টেবিলের শীর্ষে থেকেই শেষ ষোলতে পা রেখেছে ম্যানইউ। ছয় ম্যাচে তাদের সংগ্রহ ১১ পয়েন্ট। পাঁচ পয়েন্ট নিয়ে টেবিলের তলানীতে অবস্থান করছে ইয়ং বয়েজ।