advertisement
আপনি দেখছেন

আবারও জাপান সাগরে পরীক্ষামূলক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, উত্তর কোরিয়ার পূর্বাঞ্চলীয় বন্দর সিনপো থেকে এই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।

missile south korea

উত্তর কোরিয়া এমন সময় পরীক্ষমূলক এই ক্ষেপণাস্ত্র ছুড়ল যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের প্রস্তুতি নিচ্ছেন চীনের প্রেসিডেন্ট সি জিন পিং।

ট্রাম্প-পিংয়ের এই সাক্ষাতে উত্তর কোরিয়া বিষয়ে বিশদ আলোচনা হবে বলে ধারণা অনেকের। বিভিন্ন সতর্কতা উপেক্ষা করে উত্তর কোরিয়ার এমন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা নিয়ে বেশ উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। ফলে উত্তর কোরিয়াকে থামাতে দেশটির মিত্র চীনকে এগিয়ে আসতে আহ্বান জানিয়েছেন ট্রাম্প।

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানাচ্ছে, উত্তর কোরিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণস্থল থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরত্ব পর্যন্ত উড়ে গেছে। প্রায় ১৮৯ কিলোমিটার উপরে উঠেছিল সেটি।

এধরনের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে দেশটি পারমাণবিক অস্ত্রের সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে বলে যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার আশঙ্কা।