advertisement
আপনি পড়ছেন

মিয়ানমারের রাখাইন প্রদেশে রোহিঙ্গা মুসলিমদের ওপর চলমান সহিংসতা ইস্যুতে মুখ খুলেছেন ইসলামিক বক্তা, লেখক ও ধর্ম প্রচারক ড. জাকির নায়েক। সম্প্রতি রোহিঙ্গা সংকট নিয়ে এক সাংবাদিকের করা প্রশ্নের উত্তরে জাকির নায়েক বলেন, ‘বার্মাতে মুসলিমদের ওপর নির্যাতনের ঘটনা খুবই দুঃখজনক। রোহিঙ্গাদের সাহায্য করতে অন্য মুসলিমদের এগিয়ে আসা উচিত।'

dr zakir naik

গত ২৫ আগস্ট থেকে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর দমন-নিপীড়নের ফলে রোহিঙ্গারা নিজ বসত ভিটা ছেড়ে প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। নির্ভরযোগ্য সূত্রে প্রাপ্ত তথ্যমতে ১০০০বেশি মানুষ গত দুই সপ্তাহে মারা গেছে। অন্যদিকে ২৬০০ বেশি ঘর-বাড়ি পুড়িয়ে দেয়া হয়েছে এবং ১ লক্ষ ৭০ হাজারেরও বেশি মানুষ বাংলাদেশে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।

এসব ঘটনায় সারা বিশ্ব থেকে নিন্দার ঝড় উঠলেও মিয়ানমার সরকার হত্যা-নির্যাতন বন্ধে কোন পদক্ষেপ নেয়নি। এসব বিষয়ে এই ইসলামিক বক্তা বলেন, ‘কুরআন এবং হাদিস অনুযায়ী এক মুসলমানকে সাহায্য করা অন্য মুসলমানের কর্তব্য। তাই সমস্ত মুসলিমদের উচিত নির্যাতিত রোহিঙ্গাদের সাহায্য করা।'

সন্ত্রাসবাদের অভিযোগে ড. জাকির নায়েক ভারত থেকে বিতাড়িত হলেও তিনি বরাবরের মতই ওই অভিযোগ অস্বীকার করে আসছেন।