advertisement
আপনি দেখছেন

কোনো রকম কারণ ছাড়াই ভারতীয় বিমান বাহিনীর একটি মিগ-২৭ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। বার্তা সংস্থা এএনআই'র খবর অনুযায়ী, রোববার সকালে রাজস্থানের সিরোহী নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। তবে এতে বিমানটিতে থাকা পাইলট অক্ষত রয়েছেন।

27 mig clash

এ প্রসঙ্গে এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটি ভারতীয় বিমান বাহিনীর ‘রুটিন মিশনে’ মিগ-২৭ রাজস্থানের যোধপুর থেকে উড্ডয়ন শুরু করে। প্রথম থেকেই বিমানটি খুব ভালোভাবে উড়ছিলো। কিন্তু যোধপুর থেকে প্রায় ১৮০ কিলোমিটার দূরে এসে এটি দুর্ঘটনায় পতিত হয়।

এনডিটিভি বলছে, সিরোহীর শেওগঞ্জের কাছে গোদানাতে মিগ-২৭ বিমানটি বিধ্বস্ত হয়। বিধ্বস্ত হওয়ার কোনো কারণ এখন পর্যন্ত জানা যায়নি।

এদিকে বিমানটি বিধ্বস্ত হবার আগেই চালক নিজেকে বিমান থেকে বের করে আনতে সক্ষম হন। এর ফলে তিনি ভয়ঙ্কর পরিস্থিতি থেকে রক্ষা পান।

প্রসঙ্গত, গত শতাব্দীর শেষের দিকে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে ভারত এই বিমানগুলো ক্রয় করে। ভারতীয় বিমান বাহিনী ১৯৯৯ সালে কারগিল যুদ্ধে এই যুদ্ধ বিমান ব্যবহার করেছিলো।