advertisement
আপনি দেখছেন

ভারতের ছত্তিশগড়ে মাওবাদীদের সঙ্গে সংঘর্ষে চার বিএসএফ জওয়ান নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রথম সারির গণমাধ্যম এনডিটিভি। এছাড়া বন্দুকযুদ্ধে বিএসএফের আরও অন্তত দুই সদস্য আহত হয়েছে। বৃহস্পতিবার সকালে কানকের জেলায় মাহলা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

kashmir bsf

পু্লিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল সুন্দরাজ এই খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, মাহলা গ্রামে মাওয়াবাদীদের হামলায় চার জওয়ান নিহত ও আরও দুজন আহত হয়েছে।

এনডিটিভি জানায়, বিএসএফের ১১৪ ব্যাটালিয়নের সদস্যরা মাওবাদীদের বিরুদ্ধে অভিযানে গেলে তাদের ওপর এলোপাতাড়ি গুলি চালায় মাওবাদীরা। এতে ঘটনাস্থলেই চার বিএসএফ জওয়ানের মৃত্যু হয়।

উল্লেখ্য, ২০১৪ সালের লোকসভা নির্বাচন চলাকালে মাওবাদী বিদ্রোহীদের হামলায় পুলিশ ও নির্বাচনী কর্মকর্তাসহ ১২ জন নিহত হয়েছিলো।