এবারের লোকসভা নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বলেছেন, এটি ভারতের মাটি থেকে বিজেপিকে রাজনৈতিকভাবে বিদায় করার নির্বাচন। বিজেপিকে বাংলা থেকে দূর করার নির্বাচন।
তৃণমূল কংগ্রেসের নেত্রী বলেন, এবারের নির্বাচন ভারত থেকে বিজেপিকে হারিয়ে দেয়ার নির্বাচন। মোদি বাবু যাতে আর কোনোদিনও প্রধানমন্ত্রী না হন সেজন্য একটা একটা করে ভোট দেয়ার নির্বাচন।
লোকসভা নির্বাচন উপলক্ষে আজ বুধবার উত্তর দিনাজপুর জেলার চোপড়ায় এক জনসভায় ভাষণ দেয়ার সময় তিনি এসব কথা বলেন বলে জানিয়েছে পার্সটুডে।
বিরোধীদের কটাক্ষ করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, বাংলায় সিপিএম, কংগ্রেস ও বিজেপি এক হয়েছে। বাংলায় সকালে যে সিপিএম করে, দুপুরে কংগ্রেস করে এবং রাতে করে বিজেপি।
তিনি বলেন, ভারতে এবার সরকার গঠনে নেতৃত্ব দেবে তৃণমূল কংগ্রেস। ভারত সরকার বদলে দেবে তৃণমূল।