advertisement
আপনি পড়ছেন

অবশেষে হিন্দু নাগরিকদের বিয়ের আইন `হিন্দু বিবাহ বিল ২০১৫` পাস হয়েছে পাকিস্তানের সংসদে। বিল পাসের ক্ষেত্রে দেশটির ক্ষমতাসীন দল মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) সমর্থন দান করেন। এছাড়া সংসদের ৫ হিন্দু এমপিও এই বিলে সমর্থন জানান।

marriage in pakistan

তবে ক্ষমতাসীন দল পিএমএল-এন এই বিলে সমর্থন জানালেও বিরোধী কয়েকটি দলের এমপিরা এই বিল পাসের বিরুদ্ধে অবস্থান নেন।

পাকিস্তানের সংবাদপত্র দৈনিক ডন এক প্রতিবেদনে জানিয়েছে, পাসকৃত ওই আইনে হিন্দু পাত্র বা পাত্রীর বিয়ের জন্য ১৮ বছর বয়স নির্ধারণ করা হয়েছে। তবে আইনে দু’টি সংশোধনী প্রস্তাবও জুড়ে দেওয়া হয়েছে।

এর আগে দেশটিতে হিন্দুদের বিয়ের কোনো নির্দিষ্ট আইন না থাকায় ব্যাংক অ্যাকাউন্ট তৈরি থেকে ভিসা তৈরিসহ যে সমস্ত কাজে বিয়ের প্রমাণপত্র লাগে সেসব জায়গায় নারীদেরকে বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে হতো। নতুন এই আইন পাস হওয়ার ফলে এই সমস্যা কেটে যাবে বলে মনে করছেন দেশটিতে বসবাসকারী হিন্দুরা।

 

আপনি আরও পড়তে পারেন

হেডলির মন্তব্যে ভারত-পাকিস্তান সম্পর্কে ভাঙ্গন?

জনগণের সুখের জন্য 'সুখ-শান্তি মন্ত্রণালয়'!

গুলতি মেরে বিক্ষোভ থামাবে পুলিশ