দক্ষিণ আমেরিকা মহাদেশের ভেনিজুয়েলায় জিকা ভাইরাসের সংক্রমণে ৩ জন নিহত হয়েছেন বলে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো জানিয়েছেন। নিহতরা মশাবাহিত ভাইরাস জিকায় আক্রান্ত হয়ে স্নায়ুতন্ত্রের জটিলতায় মারা যান। সর্বশেষ কলম্বিয়ায় জিকা আক্রান্ত হয়ে ৩ জন মৃত্যুবরণ করেন।
ভেনিজুয়েলার সরকারি গণমাধ্যমে দেয়া এক ভাষণে ৩ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন নিকোলাস মাদুরো। তিনি বলেন, এখন পর্যন্ত ৩১৯ জন জিকা ভাইরাসে আক্রান্ত। আক্রান্তদের মধ্যে অন্তত ৬৮ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সর্বশেষ ৬ ফেব্রুয়ারি জিকা ভাইরাসে আক্রান্ত হয়ে কলম্বিয়ায় ৩ জন প্রাণ হারান। এখন পর্যন্ত জিকা ভাইরাসটির কোন প্রতিষেধক আবিষ্কার করতে পারেনি কোন দেশ। তবে ভারতের বিজ্ঞানীরা জিকা ভাইরাসের প্রতিষেধক আবিস্কারের কথা বললেও তা প্রমাণিত নয়।
গবেষকরা জানান, ডেঙ্গুজ্বর ছড়ানো এডিস নামের মশকির মাধ্যমেই জিকা ভাইরাস ছড়িয়ে থাকে। অস্ট্রেলিয়ার উত্তরে কুইন্সল্যান্ডে এই মশা ব্যাপক হারে জন্ম নেয়। সম্প্রতি জিকা ভাইরাসের সংক্রমণের খবর দক্ষিণ আমেরিকাসহ বিশ্বের অনেক দেশেই পাওয়া যাচ্ছে। তবে ব্রাজিলে এই ভাইরাস ছড়িয়ে পড়ার হার সবচেয়ে বেশি।