আগামি এক সপ্তাহের মধ্যে সিরিয়ায় যুদ্ধবিরতি কার্যকর হবে বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। এর পাশাপাশি তিনি সিরিয়ার কয়েকটি বিরোধীগোষ্ঠীকে আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বানও জানান।
ল্যাভরভ বলেন, আমরা আশা করছি আগামি এক সপ্তাহের মধ্যে সিরিয়ায় যুদ্ধবিরতি কার্যকর হবে। তবে এই যুদ্ধবিরতি আইএস এবং আল-কায়েদা সমর্থিত আন-নুসরা ফ্রন্টের বিরুদ্ধে প্রযোজ্য নয় বলেও জানান তিনি।
এছাড়া সৌদি সমর্থনপুষ্ট বিরোধীগোষ্ঠীকে তাদের অসাংগঠনিক ভূমিকা পরিত্যাগ করে কোনোরকম শর্ত ছাড়াই আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানান ল্যাভরভ।
জার্মানির মিউনিখে ইন্টারন্যানাল সিরিয়া সাপোর্ট গ্রুপ বা আএসএসজি’র একটি বৈঠকে ল্যাভরভ এসব কথা বলেন। বৈঠকের পর গণ্যমাধ্যমকর্মীদের সাথে এক আলোচনায় তিনি আরো বলেন, অবিলম্বে জেনেভায় সিরিয়া সরকার এবং বিরোধী দলের মধ্যে শান্তি আলোচনা শুরু হবে।
উল্লেখ্য, সৌদি সমর্থনপুষ্ট হাই নেগেশিয়েশন কমিটি বা এইচএনজি বিরোধী দলটি বৈঠকে যোগ দিতে অস্বীকার করলে গত ৩ ফেব্রুয়ারি আলোচনা স্থগিত হয়ে যায়।