সিরিয়া ইস্যু নিয়ে আন্তর্জাতিক অঙ্গন এখন উত্তপ্ত। সম্প্রতি দেশটির শান্তি রক্ষায় দুই পরাশক্তি রাশিয়া ও আমেরিকা যুদ্ধবিরতি চুক্তিতেও এসেছে। দেশ দুটির শান্তি চুক্তিতে স্বাক্ষরের একদিন পরেই দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদ পুরো সিরিয়া পুর্নদখল না করা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যেতে চান বলে মন্তব্য করেছেন।
আজ বার্তা সংস্থা এএফপিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে সিরিয়ার প্রেসিডেন্ট এই কথা জানিয়েছেন।
বিরোধী পক্ষকে পুরোপুরি পরাস্ত করতে অনেক সময় লাগতে পারে বলেও স্বীকার করেছেন প্রেসিডেন্ট আসাদ। এছাড়াও সিরিয়া নিয়ে যে শান্তি আলোচনা ডাকা হবে সেই প্রক্রিয়ার মধ্যেও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন এ নেতা।
উল্লেখ্য, কয়েক মাস আগেও দেশটিতে বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে দুর্বল অবস্থানে ছিল প্রেসিডেন্ট আসাদের বাহিনী। কিন্তু রুশ জঙ্গী বিমানগুলো সরকারি বাহিনীর সমর্থনে বিদ্রোহীদের অবস্থানের ওপর হামলা চালাতে শুরু করলে বিদ্রোহীরা দুর্বল হয়ে পড়ায় যুদ্ধের মোড় ঘুরে গেছে। ফলে বিদ্রোহীদের কাছ থেকে অনেক স্থান দখল করে নিয়েছে আসাদ বাহিনী।