তুরস্ক সিরিয়ার সরকার বিদ্রোহী ও জঙ্গীদেরকে সমরাস্ত্র পাঠানো বন্ধ করলে যুদ্ধবিরতিতে রাজি হবেন বলে জানিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। তিনি বলেন, এই ব্যাপারে গ্যারান্টি থাকতে হবে কোনো দেশ, বিশেষ করে তুরস্ক সিরিয়ায় আর কোনো সন্ত্রাসী, যুদ্ধাস্ত্র বা কোনো ধরনের রসদ পাঠাবে না।
স্পেনের এল পাইস পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে বাশার আল আসাদ বলেন, আমি যুদ্ধবিরতিতে রাজি আছি। তবে এর জন্য সন্ত্রাসীদেরকে সমরাস্ত্র পাঠানোসহ সব ধরনের সহযোগিতা করা বন্ধ করতে হবে।
আসাদ বলে, সিরিয়ার জনগণ চাইলেই আমি ক্ষমতায় থাকবো। আর তাঁরা না চাইলে আমি কিছুই করতে পারব না। তখন আমাকে ক্ষমতা ছেড়ে দিতেই হবে।
সরকার বিদ্রোহী ও জঙ্গীদের বিরুদ্ধে ইরান ও রাশিয়ার সমর্থনের ব্যাপারে বাশার আল আসাদ বলেন, তাঁদের সাহায্য আমার খুবই প্রয়োজন ছিলো। কারণ বিশ্বের অধিকাংশ দেশ কোনো না কোনোভাবে সন্ত্রাসীদের সমর্থন করছে।