আগামি এক সপ্তাহের মধ্যে তিনটি দেশের প্রেসিডেন্ট ইরান সফরে আসছেন বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেইন জাবেরি আনসারি। সোমবার সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
হোসেইন জাবেরি আনসারি জানান, আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ আগামিকাল মঙ্গলবার ইরান সফরে আসবেন। এরপর এই মাসের ২৭ তারিখ সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট জোহান স্কিনিডার-আম্মান এবং দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা ২৯ তারিখ তেহরান সফরে আসবেন।
এশিয়া, আফ্রিকা এবং ইউরোপের এই তিনটি দেশের প্রেসিডেন্টের ইরান সফরের মধ্য দিয়ে এক নতুন দিগন্তের সূচনা হবে বলে মন্তব্য করেন হোসেইন জাবেরি আনসারি।
এছাড়া ওই তিনটি দেশের প্রেসিডেন্টের সঙ্গে ইরানি কর্মকর্তাদের মতবিনিময়ের মধ্যদিয়ে তেহরান এবং অন্যান্য দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক জোরদার হবে।