advertisement
আপনি দেখছেন

হেলিকপ্টার দুর্ঘটনায় আফ্রিকার দেশ মালিতে ফ্রান্সের অন্তত ১৩ সেনা নিহত হয়েছেন। ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রন এ খবর নিশ্চিত করে জানান, সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে অভিযানকালীন হেলিকপ্টার দুর্ঘটনার করলে পড়লে এসব সেনা মারা যান। এ ঘটনায় ম্যাক্রন গভীর শোক প্রকাশ করেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।

french troops in mali২০১২ সাল থেকে মালিতে শান্তিরক্ষায় কাজ করে যাচ্ছেন প্রায় সাড়ে ৪ হাজার ফরাসি সেনা

ফরাসি প্রেসিডেন্টের দপ্তর থেকে এক বিবৃতিতে জানানো হয়, গতকাল সোমবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটে।

উল্লেখ্য, ২০১২ সাল থেকে মালি সহিংসতার কবলে পড়েছে। ওই বছর বিদ্রোহী ‘তোয়ারেগ’ গোষ্ঠী দেশের উত্তরাঞ্চল দখল করে নেয়।

সন্ত্রাসী গোষ্ঠীগুলোর তৎপরতার মুখে মালিতে শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করে জাতিসংঘ। সেখানে প্রায় সাড়ে ৪ হাজার ফরাসি সেনা মোতায়েন রয়েছে।

এর আগে এ মাসের শুরুতে মালির উত্তর-পূর্বাঞ্চলের একটি সেনা ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় অন্তত ৫৩ সেনা এবং ১ জন বেসামরিক সদস্য নিহত হওয়ার ঘটনা ঘটে।