advertisement
আপনি দেখছেন

করোনাভাইরাসের কেন্দ্রস্থল চীনের হুবেই প্রদেশে মারা গেলেন আরো ১১৫ জন। এ নিয়ে প্রদেশটিতে মৃতের সংখ্যা ২১৪৪ জন। আর চীনের মূল ভূখণ্ডে মৃত্যু হয়েছে ২২৪৫ জনের।

covid 19 virus02

চীনের বাইরে এ ভাইরাসে জাপানে তিনজন, হংকং ও ইরানে দুইজন করে, তাইওয়ান, ফিলিপাইন, ফ্রান্স ও দক্ষিণ কোরিয়ায় একজন করে মারা গেছে।

গতকাল বৃহস্পতিবার পর্যন্ত হুবেই প্রদেশে নতুন করে আক্রান্ত হয়েছে ৪১১ জন। এ নিয়ে প্রদেশটিতে মোট আক্রান্ত হলো ৬২ হাজার ৪৪২ জন। শুক্রবার চীনা স্বাস্থ্য মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে।

এদিকে, বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭৭ হাজার।

চীনের মূল ভুখণ্ডের বাইরে ৩০টি দেশে ভাইরাসটিতে আক্রান্ত শনাক্ত হয়েছে। এসব দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি পাওয়া গেছে জাপানে। দেশটির একটি প্রমোদতোরীতে ভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছে ৬২১ জন। গতকাল জাহাজে থাকা দুই যাত্রীর মৃত্যুও হয়েছে।

ইতিবাচক খবর হলো- চীনের আক্রান্তের সংখ্যা তুলনামূলকভাবে কমছে।

sheikh mujib 2020