advertisement
আপনি দেখছেন

প্রাণঘাতী করোনাভাইরাস এবার হানা দিলো মধ্যপ্রাচ্যের দেশ কাতারে। আজ শনিবার সেখানে এক রোগীর দেহে ভাইরাস শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

coronavirus in qatar

এক বিবৃতিতে বলা হয়েছে, ৩৬ বছর বয়সী এক ব্যক্তির শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। তিনি ইরান থেকে কাতারে এসেছেন। গত বৃহস্পতিবার ইরান থেকে কাতারের নাগরিকদের ফিরিয়ে আনা হয়। তাদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সেখান থেকেই ওই ব্যক্তিকে শনাক্ত করা হয়।

বিবৃতিতে আরো বলা হয়, আক্রান্ত ব্যক্তিকে কাতারের সিডিসি-তে পুরোপুরি আইসোলেশনে রাখা হয়েছে। তার শারীরিক অবস্থা এখনো স্থিতিশীল আছে।

আল-জাজিরা বলছে, কোয়ারেন্টাইনে রাখা বাকিদের অবস্থা সম্পর্কে কিছু জানায়নি স্বাস্থ্য মন্ত্রণালয়।

মধ্যপ্রাচ্যের দেশগুলর মধ্যে সর্বপ্রথম করোনা শনাক্ত হয় সংযুক্ত আরব আমিরাতে। এরপর বাহরাইন, কুয়েত, লেবাননে ও ইরানে ভাইরাস শনাক্ত হয়। সর্বশেষ সেখানে যোগ হলো কাতারের নাম।

মধ্যপ্রাচ্যে সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে ইরানে। সেখানে এখন পর্যন্ত এ ভাইরাসের কারণে মৃত্যু হয়েছে ৪৩ জনের। আক্রান্ত অবস্থায় আছেন ৫৯৩ জন। এ ছাড়া কুয়েতে আক্রান্ত আছেন ৪৫ জন। আর বাহরাইনে হয়েছেন ৩৯ জন। তবে ইরানের বাইরে মধ্যপ্রাচ্যে আর কারো মৃত্যু হয়নি।

sheikh mujib 2020