প্রাণঘাতী করোনাভাইরাসে এবার প্রাণ গেলো নেদারল্যান্ডসে। আজ শুক্রবার এক ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তারা। খবর এএফপি।
এক বিবৃতিতে নেদারল্যান্ডসের ন্যাশনাল ইনস্টিটিউট ফর পাবলিক হেলথ বলছে, দেশটির রটেরডামের ইকাজিয়া হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত এক রোগীর মৃত্যু হয়েছে। তার বয়স হয়েছিল ৮৬ বছর বয়স। তিনি সেখানে এ ভাইরাসে মারা যাওয়া প্রথম ব্যক্তি। এখন পর্যন্ত নেদারল্যান্ডসে ১২৮ জনের শরীরে করোনার শনাক্ত হয়েছে।
ডিসেম্বরে চীনের উহানে প্রথম শনাক্ত হয় করোনাভাইরাস। এর পর তা আস্তে আস্তে ৮৭টি দেশে ছড়িয়ে পড়েছে। ইতোমধ্যে মারা গেছে ৩ হাজার ৩ শ’র বেশি। আর আক্রান্ত হয়েছে প্রায় লাখের কাছাকাছি।