advertisement
আপনি দেখছেন

শনিবার বিকেলে দিল্লিতে ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে। সেইসঙ্গে বজ্রপাত ও ঝড়ো হাওয়াও ছিল। হঠাৎ শিলাবৃষ্টির ফলে দিল্লির রাস্তায় দেখা গেছে দীর্ঘ যানজট। এক প্রকার বিপর্যস্থ হয়ে পড়ে ভারতের রাজধানী।

hailstorm in delhiবৃষ্টি শেষে শিলা জমে আছে দিল্লির রাস্তায়

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবি ও ভিডিওতে দেখা যায়, অতি ভারী শিলাবৃষ্টির কারণে দিল্লির রাস্তাঘাট সব ঢেকে গেছে। দেখে মনে হচ্ছিল যেন দিল্লিতে তুষারপাত হচ্ছে।

কবির তানিজা নামে দিল্লির এক বাসিন্দা টুইটারে ভিডিও পোস্ট করে বলেন, শিলাবৃষ্টি হচ্ছে দিল্লিতে! এ রকম শিলাবৃষ্টি আমি আগে দেখিনি।

hailstorm in delhi07শিলার কারণে বাড়ির প্রাঙ্গণের ঘাস দেখা যাচ্ছে না

এনডিটিভি জানায়, শিলাবৃষ্টিতে যেন দিল্লি জেগে উঠেছে। শহরের তাপমাত্রা আজ খুব সুন্দর একটি মাত্রায় আছে। এতে কারো গরম লাগছে না আবার ঠাণ্ডাও লাগছে না।

দেশটির আবহাওয়া কর্তৃপক্ষ বলছে, এ রকম পরিস্থিতি আরো কিছু সময় থাকবে। আকাশ মেঘলা থাকবে। তাপমাত্রা সর্বোচ্চ ২৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকবে।

sheikh mujib 2020