advertisement
আপনি দেখছেন

বিশ্বজুড়ে মাহামারি আকারে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) বিস্তার ঠেকাতে দেশজুড়ে লকডাউন জারি করেছে ইসরায়েল। যা আজ মঙ্গলবার বিকেল ৪টা থেকে শুরু হয়ে আগামী শুক্রবার সকাল ৭টা পর্যন্ত চলবে। পাশাপাশি এসময় দেশটিতে ভ্রমণের বিষয়েও কড়াকড়ি আরোপ করা হয়েছে।

israel lockdown 1পাসওভার উৎসবে জনসমাগম বন্ধ করতে ইসরায়েলে জারি করা হয়েছে লকডাউন

সোমবার দেশটির প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে এ ঘোষণা দেন।

মূলত, মঙ্গলবার থেকে শুরু হতে যাচ্ছে ইহুদিদের বাৎসরিক উৎসব পাসওভার। এ সময় দেশব্যাপী সরকারি ছুটি থাকে। ফলে ছুটির দিনগুলোতে প্রচুর মানুষের জনসমাগম হয়। মানুষ তাদের পরিবার নিয়ে বাইরে ঘুরতে বের হয়। নানা খাওয়া-দাওয়ারও আয়োজন করা হয়।

করোনাভাইরাসে প্রাদুর্ভাবের সময়ে এ ধরনের জনসমাগম বন্ধ করতে ছুটির এই সময়টাতে দেশজুড়ে লকডাউন জারি করা হয়েছে। লকডাউনের এ সময় বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত কেউ ঘরের বাইরে বের হতে পারবে না বলে জানানো হয়েছে।

ছুটির বাকি সময়টাতে জনগণকে বাড়ির বাইরে না বের হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। ফলে এ বছর ঘরে বসেই উৎসব পালন করতে হবে ইসরায়েলের জনগণকে।

ইসরায়েলে এখন পর্যন্ত ৯ হাজার ৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এরমধ্যে মারা গেছে ৫৯ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়েছে ৬৮৩ জন।