ইওভেরি মুসাভানি, ১৯৮৫ সাল থেকে উগান্ডার ক্ষমতায় তিনি। টানা ষষ্ঠবারের মতো দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তিনি। মুসাভানি এবারের নির্বাচনে ৫৮ শতাংশের বেশি ভোট পেয়ে জয়ী হয়েছেন দাবি করা হয়েছে।
টানা ষষ্ঠবারের মতো প্রেসিডেন্ট হলেন ইওভেরি মুসাভানি
বার্তা সংস্থা রয়টার্স দেশটির নির্বাচন কমিশনের বরাত দিয়ে শনিবার এ খবর দিয়েছে।
এক সংবাদ সম্মেলনে উগান্ডার নির্বাচন কমিশন জানায়, ক্ষমতাসীন প্রেসিডেন্ট মুসাভানি ৫৮ দশমিক ৪৮ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী ববি ওয়াইন পেয়েছেন ৩৪ দশমিক ৮৩ শতাংশ ভোট।
প্রসঙ্গত, পূর্ব আফ্রিকার দেশটির মোট ভোটার প্রায় ১ কোটি ৮০ লাখ। সর্বশেষ নির্বাচনে ৫৭ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে দেশটির নির্বাচন কমিশন।
টানা ষষ্ঠবারের মতো প্রেসিডেন্ট হলেন ইওভেরি মুসাভানি
তবে প্রধান প্রতিদ্বন্দ্বী ও সাবেক পপ তারকা ববি ওয়াইন প্রেসিডেন্ট নির্বাচনে জালিয়াতির অভিযোগ এনেছেন বলে খবর দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। এমনকি নির্বাচনে যে জালিয়াতি হয়েছে তার প্রমাণ দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। কিন্তু দেশটির নির্বাচন কমিশন তার এ অভিযোগ আমলে নেয়নি।
উল্লেখ্য, গত ৩৫ বছর ধরে দেশটির নেতৃত্ব দিচ্ছেন মুসাভানি।