বিশ্বকে দ্বিতীয় দফা আতঙ্কের মধ্যে ফেলে দিয়ে যুক্তরাজ্যে আর্বিভূত হয়েছিল করোনাভাইরাসের নতুন ধরন। একে একে ইউরোপের বিভিন্ন দেশ এবং তার বাইরেও ছড়িয়ে পড়েছিল সেই ধরন। ‘মরার ওপর খাঁড়ার ঘায়ে’র মতো এবার জানা গেল, প্রাণঘাতী ভাইরাসটির আরও দুটি নতুন রূপ পাওয়া গেছে ইংল্যান্ডে।
যুক্তরাজ্যের স্বাস্থ্য বিভাগের বরাত দিয়ে গতকাল মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) এই তথ্য নিশ্চিত করেছে বার্তাসংস্থা রয়টার্স।
নতুন এই দুই রূপের করোনাভাইরাসে ইতোমধ্যে ৭৬ জন আক্রান্ত হয়েছেন বলে জানানো হয়েছে। শনাক্ত হওয়ার পরপরই তাদেরকে কঠোর আইসোলেশনে পাঠিয়েছে সরকার। এছাড়া দেশটিতে চলমান টিকাদান কর্মসূচির আওতায় তাদেরকেও নিয়ে আসা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
দেশটির সরকারি উপদেষ্টা বৈজ্ঞানিক কমিটি জানায়, নতুন এই দুই রূপের মধ্যে একটি বেশ উদ্বেগের, যা শনাক্ত করা হয়েছে বিস্টল শহরে। অন্য রূপটি খুঁজে পাওয়া গেছে লিভারপুলে।