advertisement
আপনি দেখছেন

পৃথিবী আরও একবার ক্ষতবিক্ষত হচ্ছে প্রাণঘাতি করোনাভাইরাসের আক্রমণে। টিকাদান কর্মসূচি চলছে পুরোদমে, কিন্তু মানুষের মুক্তি মিলছে না। সংক্রমণ কমে যাওয়ার প্রেক্ষিতে যেসব দেশ বিধিনিষেধ কিছুটা শিথিল করেছিল সেসব দেশের অনেকগুলোই আবারও ভাইরাসটির আক্রমণে দিশেহারা। সবমিলিয়ে এখন পর্যন্ত প্রাণহানির সংখ্যা গিয়ে ঠেকেছে প্রায় ৩০ লাখে!

corona death italy

জরিপ পরিচালনাকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটার তাদের ওয়েবসাইটে করোনাভাইরাসের প্রতি মুহূর্তের হালনাগাদ তথ্য তুলে ধরে। তাদের হিসেব অনুযায়ী, ভাইরাসটিতে আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় (১৫ এপ্রিল) মারা গেছেন ১৩ হাজার ৮৫৮ জন। একই সময়ের মধ্যে নতুন করে শনাক্ত করা হয়েছে ৮ লাখ ৩৭ হাজার ৫৭৭ জন রোগী।

একদিনে শনাক্তের এই সংখ্যা এখন পর্যন্ত তৃতীয় সর্বোচ্চ। এর আগে প্রথম ঢেউয়ের সময় দুবার দৈনিক সংক্রমণ প্রায় সাড়ে ৮ লাখের অংক ছুঁয়েছিল।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য মতে, (বাংলাদেশ সময় ১৬ এপ্রিল সকাল সাড়ে ১০টা পর্যন্ত) বিশ্বব্যাপী করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ১৩ কোটি ৯৬ লাখ ৭৭ হাজার ৫৭৭ জন। মৃত্যুবরণ করেছেন ২৯ লাখ ৯৯ হাজার ৪১০ জন। সুস্থ হয়ে উঠেছেন ১১ কোটি ৮৭ লাখ ২৩ হাজার ৯৪৮ জন।

update 17july

এদিকে বাংলাদেশেও গত মার্চ মাসের শুরু থেকেই বাড়বাড়ন্ত অবস্থা প্রাণঘাতী করোনার।

গতকাল বুধবার (১৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শেষ ২৪ ঘণ্টায় ৪ হাজার ১৯৪ জনকে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। এতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ লাখ ৭ হাজার ৩৬২ জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৯৪ জন। তাতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৮১।