advertisement
আপনি দেখছেন

বৈশ্বিক উষ্ণায়নের কারণে জলবায়ু বিপর্যয়ের মুখে পড়তে যাচ্ছে বিশ্ব। কার্বন নিঃসরণের বর্তমান প্রতিশ্রুতির পরিসর বাড়ানো না হলে চলতি শতকেই পৃথিবীর গড় তাপমাত্রা নিশ্চিতভাবেই ২.৭ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাবে। জাতিসংঘ এনভার্নমেন্ট প্রোগ্রামের মঙ্গলবারের এক প্রতিবেদনে এমন হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

earth temperature increasingনজিরবিহীন তাপমাত্রা বৃদ্ধির মুখে বিশ্ব

দ্য গার্ডিয়ান জানিয়েছে, স্কটল্যান্ডের গ্লাসগোতে আগামী সপ্তাহের জলবায়ু শীর্ষ সম্মেলনকে সামনে রেখে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এটাকে ‘জেগে উঠার ডাক’ বলে অভিহিত করেছেন। আগামী সপ্তাহের সম্মেলনের প্রতি ইঙ্গিত করে প্রতিবেদনে বলা হয়েছে, বৈশ্বিক উষ্ণায়ন প্রাক শিল্পযুগের তুলনায় দেড় থেকে ২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার এটিই শেষ সুযোগ।

গত আগস্টে প্রকাশিত জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছিল, বন্যা, খরা, দাবানলের মতো চরমভাবাপন্ন আবহাওয়া ও প্রাকৃতিক দুর্যোগে বিশ্বের বিভিন্ন দেশ আক্রান্ত হচ্ছে। এ ধরনের দুর্যোগের পরিমাণ সময়ের সঙ্গে শুধু বাড়ছে। এসব দুর্যোগের পেছনে মুখ্য কারণ হিসেবে রয়েছে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ। এর ফলে বৈশ্বিক উষ্ণায়ন ও সেই সূত্রে হওয়া জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব পড়ছে ধরনীতে।