মসজিদের আগুন লাগানোর অভিযোগে একজনকে আটক করেছে যুক্তরাষ্ট্র পুলিশ। দেশটির ফ্লোরিডার অঙ্গরাজ্যে এই ঘটনায় আটক করা হয়েছে জোসেফ মিকাইল শ্রাইবার নামে এক যুবককে। জানা গেছে, ওই ব্যক্তি আগে থেকেই মুসলিম বিরোধী নানা অপকর্মের সঙ্গে সম্পৃক্ত।
ফ্লোরিডার কিশোর সংশোধনালয় কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রেফতারকৃত ব্যক্তি এর আগে ২০০৮ থেকে ২০০৯ এবং ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত দুই দফা চুরির দায়ে জেল খেটেছেন। এছাড়াও নানা অপকর্মের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে বলে থানায় রেকর্ডও রয়েছে।
তবে মসজিদে আগুন লাগার ব্যাপারে আপাতত তাকে সন্দেহে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন রাজ্য পুলিশ। বিদ্বেষমূলক অপরাধের কারণে দোষী প্রমাণিত হলে জোসেফ মাইকেল শ্রাইবারের ত্রিশ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারেও বলেও জানিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনী।
নাইন ইলেভেনের বার্ষিকীর দিন আগুন দেয়া হয় মসজিদটিতে। যাতে ফোর্ট পিয়ের্সের ইসলামিক সেন্টারটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আগুনে কোন হতাহতের ঘটনা ঘটেনি। মসজিদে আগুন লাগানোর এই ঘটনায় সেখানকার মুসলিম বাসিন্দারা আতংক ছড়িয়ে পড়েছে।