ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৭ জনের প্রাণহানি ঘটেছে। আজ শনিবার, ২২ জানুয়ারি, সকাল ৭টার দিকে মুম্বাইয়ের তার্দেও এলাকায় এ ঘটনা ঘটে বলে খবর দিয়েছে দেশটির সংবাদ মাধ্যম।
মুম্বাইয়ে বহুতল ভবনে অগ্নিকাণ্ড, নিহত ৭
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মুম্বাইয়ের গান্ধী হাসপাতালের বিপরীতে একটি ২০ তলা ভবনের ১৮ তলায় আগুনের সূত্রপাত্র হয়। এতে কমপক্ষে ৭ জন নিহত এবং আরো অন্তত ১৫ জন আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
ভারতীয় বার্তা সংস্থা এএনআই-কে মুম্বাইয়ের মেয়র কিশোরি পেড়নেকর বলেছেন, আবাসিক ভবনটির ৬ জন বয়স্ক ব্যক্তিকে অক্সিজেন দেওয়ার প্রয়োজন দেখা দেয়। এ জন্য তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আসলেও ভবনটি থেকে প্রচুর ধোঁয়া বের হচ্ছে। আটকেপড়া সবাইকে উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
মুম্বাইয়ে বহুতল ভবনে অগ্নিকাণ্ড, নিহত ৭
স্থানীয় নাগরিক সংস্থার এক কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান যান। ১৩টি ফায়ার ইঞ্জিন এবং ৭টি ওয়াটার জেটি আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। এ ঘটনাকে তৃতীয় মাত্রার অগ্নিকাণ্ড হিসেবে চিহ্নিত করা হয়েছে বলেও জানা গেছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অগ্নিকাণ্ডে আহতদের দ্রুত নিকটবর্তী ৩টি হাসপাতালে নেওয়া হয়। এরপর হাসপাতালেই ৭ জনের মৃত্যু হয়। এর মধ্যে নাইর হাসপাতালে মারা যান গুরুতর দগ্ধ ৫ জন। এ ছাড়া ১ জন কস্তুরবা হাসপাতালে এবং ১ ভাটিয়া হাসপাতালে মারা যান। তবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে তারা কিছু জানাতে পারেননি।