দিনের পর দিন, বছরের পর বছর ধরে নিরস্ত্র গাজাবাসীদের ওপর হামলা চালিয়ে আসছে ইসরায়েলি কর্তৃপক্ষ। এতে প্রচুর ফিলিস্তিনি নারী-পুরুষ নিহত হওয়ার পাশাপাশি আহত হচ্ছে। এ ঘটনায় আশেপাশের এলাকায় থাকা ইসরায়েলিদের মধ্যে মানসিক সমস্যা বেড়ে চলছে বলে এক খবরে জানা গেছে। খবর মিডলইস্ট মনিটর।
ইসরায়েলের একটি মানসিক হাসপাতাল
আল-রেসালাহ নামে একটি সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালে অবরুদ্ধ ছিটমহলে ইসরায়েলি হামলার পর থেকে গাজার আশেপাশের এলাকায় বসবাসকারী লোকজনের মধ্যে মানসিক সমস্যা বাড়ছে। এ সংখ্যাটা প্রায় ২৫ শতাংশ।
ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে ওই প্রতিবেদনে আরও বলা হয়, ২০২১ গাজায় হামলার পরে তিন হাজার ৫৬৯ জন মানসিক স্বাস্থ্য ক্লিনিকে গিয়েছেন। আগের বছর সংখ্যাটি ছিল দুই হাজার ৮৩১ জন। শতকরা হারে দেখা গেছে, মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন এমন রোগী ২৫ শতাংশ বেড়েছে। এসব রোগীর পরামর্শ ও সহায়তা প্রয়োজন।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ওই হামলার সময় যারা সাহায্য ও পরামর্শ চেয়েছিলেন এমন রোগীদের সংখ্যা এ হিসেব থেকে বাদ দেওয়া হয়েছে।
মন্ত্রণালয়টির আরেকটি খবরে জানা গেছে, গাজায় প্রতিবার ইসরায়েলি হামলার পরে মানসিক স্বাস্থ্যসেবা প্রদানকারীদের সাহায্য নেওয়া ইসরায়েলিদের সংখ্যা বাড়ছে।