বহুদিন থেকেই বাংলাদেশকে ডিজিটাল করার প্রক্রিয়া চলছে। শেষ কয়েক বছরে প্রযুক্তিতে অনেকটা অগ্রসর হতেও পেরেছি আমরা। আজকাল অফিস, আদালত, ব্যাংকিং সুবিধা, লেখাপড়ার মাধ্যম, সরকারি কর্মকাণ্ডের অনেককিছু এদেশে ডিজিটালি অর্থাৎ প্রযুক্তির মাধ্যমে সম্পন্ন করা হয়। কিন্তু একটি সম্পূর্ণ ডিজিটাল দেশ বলতে বোঝায় একটি ডিজিটাল সরকার ব্যবস্থা বা দেশ যেখানে সমস্ত কাজ হবে অনলাইনভিত্তিক। সে পথে আমাদের দেশ বহুদূরে হলেও ইউরোপের দেশ এস্তোনিয়া বিশ্বের প্রথম এবং পূর্ণাঙ্গ ডিজিটাল দেশ। আর সেটাও নব্বইয়ের দশক থেকেই!

estonia digital country

বাল্টিক জাতিগোষ্ঠীর এই দেশের সকল নাগরিক তাদের সমস্ত কাজের মাধ্যম হিসেবে প্রযুক্তিকেই বেছে নিয়েছে। আর দেশটির সরকার এস্তোনিয়াকে সম্পূর্ণ ডিজিটাল করতে সক্ষম হয়েছেন আজ থেকে বিশ বছর আগেই। 'ই-এস্তোনিয়া ' নামের প্রকল্প গ্রহনের মাধ্যমে এর যাত্রা শুরু হয় বলে জানা যায়।

সবচেয়ে বেশি বিস্ময়কর ব্যাপার হচ্ছে, দেশটির সমস্ত কার্যক্রম অনলাইনভিত্তিক! বিদ্যুৎ বিল থেকে শুরু করে ভোট দান, ট্যাক্স থেকে শুরু করে ডাক্তারের প্রেসক্রিপশন এমন কি বিদেশি নাগরিকদের নাগরিকত্ব প্রদানের সকল কাজও করা যায় ঘরে বসেই!

এস্তোনিয়া সরকারের অন্যতম লক্ষ্য হচ্ছে নিজেরা স্বয়ং সম্পুর্ন হওয়ার পরেও সারা বিশ্বে আদর্শ স্থাপন এবং অন্যান্য দেশকে সহযোগীতা করা। আর এই লক্ষ্যে তারা সফলও। কেননা জাপান, সাইপ্রাস, ফিনল্যান্ডের মত দেশগুলোও এখন এই সেবা নিজেদের দেশে চালুর ক্ষেত্রে এস্তোনিয়ার সাহায্য নিচ্ছে। কেউ কেউ সরাসরি সরকার আবার কেউ কেউ বেসরকারি সংস্থার সাহায্য নিচ্ছেন বলে জানা গেছে।

তবে অনেকেই মনে করছেন অনলাইনভিত্তিক দেশ হওয়ায় সেখানে কাজের পরিমাণ কমে বেকারত্ব দেখা দিতে পারে। এ ব্যাপারে বলা হয়েছে যে, সমস্ত ক্ষেত্র ডিজিটালাইজেশন হলেও দক্ষ লোকের এখনো প্রচুর চাহিদা রয়েছে। কেননা এসব কিছু দেখাশোনা ও রক্ষনাবেক্ষনের জন্য স্মার্ট ও কাজ জানা লোকের দরকার আছে। তবে বিশেষজ্ঞদের মতে, এস্তোনিয়া অল্প সংখ্যক লোকের দেশ হওয়ায় কাজটি তুলনামুলক সহজ হয়েছে। কিন্তু অধিক জনসংখ্যা ও নিম্ন বা মধ্যম আয়ের দেশগুলো এই ধরণের সুবিধা কতটা কাজে লাগাতে পারবে তা বিবেচনার বিষয়।

Discover extraordinary stories from around the world with our exceptional news coverage. From uplifting human interest stories to groundbreaking scientific discoveries, we bring you the best of the best. Stay informed about the latest breakthroughs in technology, medicine, and beyond, and explore the world's most fascinating cultures and communities. Get inspired and informed with our exceptional news coverage.