কেউ জ্যান্ত ইঁদুর বা সাপ কামড়ে, কেউ মাথার চুল অর্ধেক কামিয়ে, মহিলাদের মতো শাড়ি পরে, মাথার খুলি হাতে নিয়ে অথবা নিজের শরীরে নিজেই আঘাত করে চলেছে। অরো রয়েছে নিজের শবযাত্রা বের করা, আত্মহত্যার চেষ্টা, শরীর রক্তাক্ত করা, মূত্র পান। এসবই প্রতিবাদের ভাষা!

farmers strike against drought of tamil nadu

ভারতের তামিল নাড়ুতে গত দুই বছর ধরে চলা খরায় কৃষকরা তাদের দুর্দশার প্রতি সরকারের দৃষ্টি আকর্ষণ করতে এবং ত্রাণ সহায়তার দাবিতে গত ৪০ দিন ধরে রাজধানী দিল্লির যন্তরমন্তরে অবস্থান নিয়েছে শতাধিক কৃষক। কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করতে প্রতিবাদরত কৃষকরা বেছে নিয়েছেন নানা ধরণের ব্যতিক্রমী পথ।

দিল্লিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে উলঙ্গ হয়ে বিক্ষোভ করেছেন অনেক কৃষক, সম্প্রতি মূত্র পানের পর এবার নিজেদের মল ভক্ষণের ঘোষণা দিয়েছেন প্রতিবাদকারীরা।

গত দুই বছর ধরে তামিল নাড়ুর ৩২ টি জেলায় প্রচুর খরা চলছে। বিভিন্ন পত্রিকায় ১৭ জন কৃষকের আত্শহত্যার খবরও প্রকাশিত হয়েছে। অস্থায়ী তাঁবুতে অবস্থানরত কৃষকরা সরকারি ত্রাণ সহায়তা, কৃষকদের জন্য বয়স্ক ভাতা, কৃষি ঋণ, কৃষি পণ্যের ন্যায্য মূল্য এবং সেচ সহায়তার যথাযথ ব্যবস্থার দাবিতে এই প্রতিবাদে অংশ নিয়েছেন।

farmers strike against drought of tamil nadu 01

ন্যাশনাল সাউথ-ইন্ডিয়ান রিভার্স লিঙ্কিং ফারমারস অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি পি আয়াক্কান্নু বলেন, 'তামিল নাড়ুর মানুষ তৃষ্ণা মেটাতে পানি পাচ্ছে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের তৃষ্ণাকে অবজ্ঞা করছেন। তাই নিজেদের মূত্র পান করা ছাড়া আমাদের আর কোন গতি নেই।'

পালানিচ্যামাই নামে এক আন্দোলনকারী বলেন, 'নিজেদের বর্জ্য পান কিংবা ভক্ষণ খুবই লজ্জাজনক একটি বিষয় কিন্তু আমাদের তা করতে হচ্ছে। কিন্তু সরকার যে কৃষকদের এরকম ভয়াবহতার দিকে ঠেলে দিচ্ছে, এতে তাদের কি লজ্জা পাওয়া উচিৎ নয়! মোদী সরকার আমাদের সঙ্গে সাক্ষাৎ করে দাবি নিয়ে আলোচনা করলেই এধরনের কর্মসূচি থেকে ফিরে আসা সম্ভব। এছাড়া আমাদের আর ফেরার পথ নেই।’

Discover extraordinary stories from around the world with our exceptional news coverage. From uplifting human interest stories to groundbreaking scientific discoveries, we bring you the best of the best. Stay informed about the latest breakthroughs in technology, medicine, and beyond, and explore the world's most fascinating cultures and communities. Get inspired and informed with our exceptional news coverage.