পড়াশোনার যে কোন বয়স নেই সেটি আবারো প্রমাণ করলেন বয়সের ভারে নুয়ে পড়া রাজকুমার ভাইসা। এর আগে ১৯৩৮ সালে স্নাতক শেষে জীবনের টানাপোড়েনে পড়াশোনার ইস্তফা টেনে ছিলেন তিনি। মাঝে ৭৮ বছর কেটে গেলেও এমএ করার প্রবল ইচ্ছে তার মনে ঠিকই জিইয়ে ছিলো। ফলে ৯৭ বছর বয়সে এসে ভারতের নালন্দা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এমএ পরীক্ষা দিলেন এ বৃদ্ধ।

97 year old MA degree
গত শনিবার নালন্দা বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠিত এমএ পরীক্ষায় অংশ নিয়েছিলেন ভাইসা। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানিয়েছেন, তিনি অর্থনীতিতে এমএ পরীক্ষা দিয়েছেন। পরীক্ষাকক্ষে অন্যান্য পরীক্ষার্থীদের মতোই টানা তিন ঘণ্টা পরীক্ষা দিয়েছেন তিনি। তার মানসিক শক্তি দেখে পরীক্ষার হলের সবাই অভিভূত হয়েছেন বলেও জানিয়েছেন তারা।

এর আগে গত বছর স্নাতকোত্তর কোর্সে ভর্তি হন রাজকুমার ভাইসা। মাস্টার্স ডিগ্রি অর্জন ও ভারতের দারিদ্র্যের সমস্যাগুলো বুঝতে এই বিষয়ে ভর্তি হয়েছিলেন এ বৃদ্ধ।

এ বয়সেও পড়াশোনা চালিয়ে নেয়া প্রসঙ্গে রাজকুমার ভাইসা বলেন, 'পড়াশোনার কাছে বয়স কোন বিষয় নয়। ইচ্ছেশক্তি থাকলে মানুষের কাছে সবই সম্ভব।' এই এমএ পরীক্ষায় অংশ নেয়ায় নিজের স্বপ্ন পূরণে মাত্র একধাপ বাকি বলেও মন্তব্য করেন তিনি।

রাজকুমার ভাইসা ১৯২০ সালের ভারতের উত্তর প্রদেশের বারেইল শহরে জন্মগ্রহণ করেন। ১৯৩৮ সালে আগ্রা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করার পর ১৯৪০ সালে আইন বিষয়েও ডিগ্রি নেন তিনি। নানা প্রতিষ্ঠানে চাকুরি করে অবশেষে ১৯৮০ সালে ঝাড়খন্ডের একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপকের দায়িত্বগ্রহণ অবস্থায় অবসরে চলে যান। বর্তমানে তিনি পড়াশোনা নিয়েই দিন পার করছেন।

 

আপনি আরো পড়তে পারেন 

মৃত্যুর ৫৫ দিন পর সন্তান প্রসব!

একসঙ্গে জন্ম নিল ৫ সন্তান!

মানিব্যাগ উদ্ধারে হেলিকপ্টার!

প্রেমে পড়া মাদক নেয়ার মতোই, প্রমাণ হলো গবেষণায়

Discover extraordinary stories from around the world with our exceptional news coverage. From uplifting human interest stories to groundbreaking scientific discoveries, we bring you the best of the best. Stay informed about the latest breakthroughs in technology, medicine, and beyond, and explore the world's most fascinating cultures and communities. Get inspired and informed with our exceptional news coverage.