আগামী ২১ নভেম্বর (সোমবার) বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস। দিনটি উদযাপনে বাংলাদেশ নৌ বাহিনীর জাহাজগুলো সাধারণ জনতার জন্য উন্মুক্ত রাখা হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগ (আইএসপিআর)।
আইএসপিআর জানিয়েছে, দেশের বিভিন্ন ঘাটে বেলা ২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বাংলাদেশ নৌ বাহিনীর জাহাজগুলো সাধারণ জনতার জন্য উন্মুক্ত রাখা হবে। ঘাটগুলোর মধ্যে রয়েছে, ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, খুলনা, মংলা, বরিশাল ও চাঁদপুর।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা সদর ঘাট, বিআইডব্লিউটিএ জেটি মাতলা ঘাট, নারায়ণগঞ্জ, নেভাল জেটি, নিউমুরিং, চট্টগ্রাম, বিআইডব্লিউটিএ রকেট ঘাট, খুলনা, দিগরাজ নেভাল বার্থ, মংলা, বিআইডব্লিউটিএ জেটি, বরিশাল এবং বিআইডব্লিউটিএ ঘাট ও চাঁদপুরে জাহাজ রাখা হবে।