রাজধানীর বনানীতে আগুনের রেশ কাটতে না কাটতেই এবার গুলশান-১ নম্বরের ডিএনসিসি মার্কেটের কাঁচাবাজারের পূর্ব পাশে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার ভোর পৌনে ৬টায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের ২০টি ইউনিটের প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর সকাল সাড়ে ৮টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মিজানুর রহমান। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুনের খবর পাওয়ার সাত মিনিটের মাথায় ৬টার দিকে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের কর্মীরা। প্রথমে ১১টি ইউনিট কাজ শুরু করলেও পড়ে তা ২০টি ইউনিটে পৌঁছায়। এছাড়া ফায়ার সার্ভিসের সঙ্গে নৌ-বাহিনীর সদস্যরাও যোগ দেয়।
আগুণ পুরোপুরি নিয়ন্ত্রণে আসলেও এখন পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি। এ বিষয়ে তদন্ত করে পরে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
প্রত্যক্ষ্যদর্শীরা জানান, আগুন লেভাতে সিটি কর্পোরেশনের পানির গাড়ি ছাড়াও গুলশান লেকে পাম্প বসিয়ে পানি আনা হয়। কিন্তু ঘটনাস্থলে চারপাশে বিপুল সংখ্যক উৎসুক মানুষের ভিড়ের কারণে সার্ভিস ও সিটি কর্পোরেশনের পানি সরবারহের গাড়ি পৌঁছাতে বেগ পেতে হয়েছে।
এর আগে ২০১৭ সালের ৩ জানুয়ারি এ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। তখন ১৬ ঘণ্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের কর্মীরা।
প্রসঙ্গত, মাত্র দুদিন আগে ২৮ মার্চ বনানীর ২২তলা এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় ২৫ জন নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৭১ জন।