advertisement
আপনি দেখছেন

কারাবন্দি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জামিন শুনানি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় আদালতে তার শারীরিক অবস্থার প্রতিবেদন উপস্থাপন করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর।

begum khaleda zia 1বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া

আদালতে এ প্রতিবেদনের ওপর শুনানি করছেন রাষ্ট্রপক্ষের অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এরপর শুনানি করবেন খালেদা জিয়ার আইনজীবীরা।

এর আগে গতকাল বুধবার বিকেল খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড তার স্বাস্থ্যগত প্রতিবেদন সুপ্রিম কোর্টে দাখিল করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ে পৌঁছানো এ প্রতিবেদনে মেডিকেল বোর্ড উল্লেখ করেছে, রাজি না হওয়ায় খালেদা জিয়াকে উন্নত চিকিৎসা দেয়া সম্ভব হচ্ছে না। তবে তার ব্লাড প্রেসার ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রয়েছে বলেও বলা হয়েছে।