advertisement
আপনি দেখছেন

দেশজুড়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। আজ ভোর ৬টায় চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস, যা এ মৌসুমে এখন পর্যন্ত রেকর্ড হওয়া সর্বনিম্ন তাপমাত্রা। গত দুদিন ধরেই শীতল বাতাস বইছে চুয়াডাঙ্গায়। তাপমাত্রার কমে যাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে চুয়াডাঙ্গাসহ উত্তরা পশ্চিমাঞ্চলের জনজীবন।

cold wave file pix

এদিকে উত্তরাঞ্চলের জেলা কুড়িগ্রামের তাপমাত্রা আজ এক অঙ্কে নেমে এসেছে। ভোরে সেখানের তাপমাত্রা ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

হঠাৎ এমন হাড়কাঁপানো শীতে মন্থর হয়ে গেছে সারা দেশের জনজীবন। তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তারা জানান, দুই-তিনদিনের মধ্যে বড় ধরনের শৈত্যপ্রবাহ হতে পারে। এর সাথে উত্তরাঞ্চলের কিছু কিছু এলাকায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এমন শৈত্যপ্রবাহে চরম বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। তীব্র ঠাণ্ডার সাথে শীতল বাতাসে বেড়েছে ভোগান্তি। বিভিন্ন স্থানে খড়কুটো জ্বালিয়ে ছিন্নমূল মানুষেরা শীত নিবারণের চেষ্টা করছেন।