জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাজিমউদ্দিন সামাদকে হত্যার দায় স্বীকার করেছে আল-কায়েদার একটি শাখা। যুক্তরাষ্ট্রভিত্তিক সাইট ইন্টেলিজেন্স গ্রুপ এ তথ্য জানিয়েছে। এই গ্রুপটি বিশ্বব্যাপী বিভিন্ন জঙ্গিগোষ্ঠীর ইন্টারনেটভিত্তিক তৎপরতা নজরদারি করে বলে দাবি করে।
সাইট জানায়, আল-কায়েদার ভারতীয় উপমহাদেশের (একিউআইএস) বাংলাদেশ শাখা ‘আনসার আল ইসলাম’ ব্লগার নাজিমউদ্দিনকে হত্যা করেছে। একিউআইএস একটি বার্তার মাধ্যমে সাইট ইন্টেলিজেন্সকে নিশ্চিত করেছে।
উল্লেখ্য, গত বুধবার রাতে পুরান ঢাকার লক্ষ্মীবাজারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাজিমউদ্দিন সামাদকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে কয়েকজন দুর্বৃত্ত। এই হত্যাকাণ্ডের দায় কেউ স্বীকার না করলেও পূর্বের কয়েকটি ঘটনার মতো যুক্তরাষ্ট্র থেকে সাইট ইন্টেলিজেন্স এই ঘটনায় আনসার আল ইসলাম-এর সম্পৃক্ততার কথা জানালো।
সাইট ইন্টেলিজেন্সের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এই খবর দিলেও তারা একিউআইএস-এর পাঠানো কোনো বার্তার সত্যতা যাচাই করতে পারেনি। তবে সাইট ইন্টেলিজেন্স গ্রুপ একটি ডিজিটাল স্বাক্ষরের লিংক দিয়ে বার্তার ব্যাপারটি প্রমাণ করতে চেয়েছে।