advertisement
আপনি দেখছেন

গভীর রাতে সাংবাদিককে ধরে এনে জেলে পাঠানোর ঘটনায় তীব্র সমালোচনার মুখে প্রত্যাহার করা হয়েছে কুড়িগ্রাম জেলা প্রশাসক সুলতানা পারভীনকে। একই সঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রোববার দুপুরে সচিবালয়ের নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

dc kurigram

গত শুক্রবার মধ্যরাতে অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি আরিফুল ইসলামকে দরজা ভেঙ্গে ধরে নিয়ে আসা হয় মোবাইল কোর্টের মাধ্যমে। ওই সময়ই জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত তাকে এক বছরের কারাদণ্ড দেয়। এই ঘটনায় দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে।   

অবশ্য ইতোমধ্যেই জামিন পেয়েছেন সাংবাদিক আরিফুল ইসলাম।

sheikh mujib 2020