advertisement
আপনি দেখছেন

সিলেট শহরের হাউজিং এস্টেট এলাকার এক বৃদ্ধ হোম কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় মৃত্যুবরণ করেছেন। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে তার মৃত্যু হয়। বৃদ্ধের ছেলে গত ১৪ মার্চ যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন।

sylhet corona 1

তার বয়স ৬৫ বছর, তিনি দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন। তাকে নিয়মিত ডায়ালাইসিস করাতেন। ছেলে বাড়ি ফেরার একদিন পরই শ্বাসকষ্ট শুরু হলে তাকে সিলেট কিডনি ফাউন্ডেশনে নিয়ে যাওয়া হয়। তাকে বাড়িতে গিয়ে কোয়ারেন্টাইনে থাকতে পরামর্শ দেন চিকিৎসক।

এরপর থেকে তিনি হোম কোয়ারেন্টাইনে থাকতেন। সব নিয়মকানুনও মেনে চলছিলেন। 

স্থানীয় কাউন্সিলর লোদী জানান, বিষয়টা জেলা প্রশাসককে অবহিত করা হয়েছে। স্থানীয় করোনাভাইরাস প্রতিরোধ কমিটিও বিষয়টি সম্পর্কে অবগত আছে। তার কোনো পরীক্ষা করা হয়নি। নগরীর মানিক পীরের টিলায় তাকে দাফন করা হয়েছে।