advertisement
আপনি দেখছেন

রিজেন্ট হাসপাতাল কাণ্ডের প্রধান হোতা মো. শাহেদের অন্যতম সহযোগী তরিকুল ইসলাম ওরফে তারেক শিবলীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভূঁইয়া তার এ রিমান্ড মঞ্জুর করেন।

shahed associate tarikul remandশাহেদের অন্যতম সহযোগী তরিকুল (বামে)

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার পরিদর্শক আলমগীর গাজী তাকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন। পরে শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

রাজধানীর নাখালপাড়া এলাকায় অভিযান চালিয়ে গতকাল বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

এর আগে একই মামলায় গত বুধবার রিজেন্ট হাসপাতালের এডমিন, টেকনোলজিস্টসহ সাত জনের বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

regent hospitalরিজেন্ট হাসপাতাল

প্রসঙ্গত, নানা অনিয়ম ও জালিয়াতির অভিযোগ পেয়ে গত ৬ জুলাই রাতে শাহেদের মালিকানাধীন রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে র‍্যাব। এতে নেতৃত্ব দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্টেট সারওয়ার আলম। অভিযানে নানা জালিয়াতি, অনিয়ম ও দুর্নীতির প্রমাণ মেলে।

এর পর ৭ জুলাই উত্তরা পশ্চিম থানায় ১৭ জনকে আসামি করে মামলা করে র‌্যাব। ওই মামলার প্রধান আসামি রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. শাহেদ। তবে এখনো তিনি পলাতক আছেন। তাকে যেকোনো সময় গ্রেপ্তার করা যাবে বলে জানিয়েছে বিশেষ এই সংস্থাটি।