advertisement
আপনি দেখছেন

দুই সপ্তাহের সফরে দেশের বাইরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনাভাইরাসের মহামারি শুরুর পর এটি তার প্রথম বিদেশ সফর। জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেশনে যোগ দিতে আগামীকাল শুক্রবার ঢাকা ছাড়বেন তিনি। এরই মধ্যে তার সফরের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

pm sheikh hasina 2019প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ফাইল ছবি

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী এবারের সফরে ফিনল্যান্ড হয়ে নিউইয়র্ক যাবেন। ফিনল্যান্ডে যাত্রা বিরতি করবেন তিনি। এসব বিষয় নিয়ে আজ বৃহস্পতিবার বিকেলে এক ব্রিফিং করবেন পররাষ্ট্রমন্ত্রী। সেখানে প্রধানমন্ত্রীর সফরসূচি নিয়ে বিস্তারিত জানানো হবে বলে জানা গেছে।

অপরদিকে, প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে তথ্য পাওয়া গেছে, তাতে দেখা যায়- শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ঢাকা ত্যাগের পর ফিনল্যান্ডের হেলসিঙ্কিতে পৌঁছে ১৭-১৮ সেপ্টেম্বর যাত্রা বিরতি করবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে ১৯ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছাবেন বাংলদেশের সরকার প্রধান। প্রধানমন্ত্রী নিউইয়র্কে অবস্থান করবেন ১৯-২৪ সেপ্টেম্বর পর্যন্ত। আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ অধিবেশনে ভাষণ দেবেন তিনি।

নিউইয়র্ক থেকে সরকারি সফর শেষে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি সফর করবেন প্রধানমন্ত্রী। সেখানে ২৫ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অবস্থান করবেন তিনি। আগামী ৩০ সেপ্টেম্বর ওয়াশিংটন থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন শেখ হাসিনা। ফেরার পথেও ফিনল্যান্ডে যাত্রা বিরতি করবেন। সবশেষ আগামী ১ অক্টোবর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈশ্বিক মহামারি করোনার প্রাদুর্ভাবের কারণে প্রায় দুই বছর পর প্রথমবারের মতো বিদেশ যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে গত বছর জাতিসংঘের ৭৫তম সাধারণ অধিবেশনে যোগ দেয়া যায়নি তার। অবশ্য সেই অধিবেশন ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছে।

জানা যায়, এ পর্যন্ত জাতিসংঘে ১৭ বার ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ নিয়ে ১৮ বারের মতো বৈশ্বিক এ সংস্থাটির অধিবেশনে ভাষণ দেবেন তিনি।