advertisement
আপনি দেখছেন

দেশের অত্যন্ত জনপ্রিয় ও বরেণ্য অভিনেতা ড. ইনামুল হক মারা গেছেন। আজ সোমবার (১১ অক্টোবর) বিকেল ৪টার দিকে রাজধানীর বেইলি রোডের নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

actor enamul haqueড. ইনামুল হক

ড. ইনামুল হকের মেয়ে হৃদি হক জানান, দুপুরে খাবারের পর বিশ্রাম নিচ্ছিলেন তিনি। হঠাৎ করেই জানালেন, শরীরটা খারাপ লাগছে। মুহূর্তের মধ্যেই পরিস্থিতির আরও অবনতি হয়। তাৎক্ষণিকভাবে কাকরাইলের ইসলামি ব্যাংক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকরা তার মৃত্যুর কোনো কারণ জানাতে পারেননি। পরিবারের পক্ষ থেকেও তেমন কিছু জানাতে পারছে না। কারণ দুপুরে খাবার খাওয়ার সময়ও তিনি সম্পূর্ণ সুস্থ ছিলেন। মরদেহের জানাজা কোথায় হবে এবং দাফন করা হবে কোথায়- এসব ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।