আপনি পড়ছেন

দৈনিক মানবকণ্ঠের প্রধান সম্পাদক জাকারিয়া চৌধুরী আর নেই। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ১০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল কলেন তিনি, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।

zakaria chowdhuryসাংবাদিক জাকারিয়া চৌধুরী, ফাইল ছবি

পরিবারের বরাত দিয়ে মানবকণ্ঠের একাধিক সাংবাদিক বিষয়টি নিশ্চিত করেছেন। তবে জানাজা ও দাফনের বিষয়ে এখনো নিশ্চিত করে জানাতে পারেননি তারা।

সাংবাদিক জাকারিয়া চৌধুরী অসুস্থ হয়ে পড়লে গত ৯ মার্চ হাসপাতালে ভর্তি হন। প্রথমে আশিয়ান মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে গ্রীন লাইফ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

zakaria chowdhury 1সাংবাদিক জাকারিয়া চৌধুরী, ফাইল ছবি

জানা যায়, জাকারিয়া চৌধুরী ১৯৩৩ সালের ১৮ নভেম্বর বর্তমান ভারতের আসামের শিবসাগরে জন্মগ্রহণ করেন এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। পারিবারিক সুবাদে পরে ঢাকায় বেড়ে উঠেন তিনি।

১৯৭৭ সালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন জাকারিয়া চৌধুরী। শ্রম, জনশক্তি ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ও সামলেছেন তিনি। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে এমপি হন হবিগঞ্জ-২ আসন থেকে।