আপনি পড়ছেন

প্রথমবারের মতো ট্যাকটিক্যাল ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা করেছে তুরস্ক। আজ সকালে রাইজ-আরতভিন বিমানবন্দরে পরীক্ষামূলক উৎক্ষেপণের পর তুর্কি কোম্পানি রকেটসানের উদ্ভাবিত তাইফুন ব্যালিস্টিক মিসাইল ৫৬১ কিলোমিটার দূরত্ব পাড়ি দিয়ে সিনোপ উপকূলে নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সমর্থ হয়। এর মাধ্যমে তুরস্ক আনুষ্ঠানিকভাবে ব্যালিস্টিক মিসাইলধারী দেশের গ্রুপে অন্তর্ভুক্ত হলো।

turkey missile tlsd তুরস্কের প্রথম স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল তাইফুনের সফল পরীক্ষা সম্পন্ন হয়েছে আজ

তুর্কি সংবাদমাধ্যমে তাইফুনকে স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল (এসআরবিএম) ও ট্যাকটিক্যাল ব্যালিস্টিক মিসাইল (টিবিএম) অভিহিত করে বলা হয়েছে, এর আগে তুরস্কের অস্ত্রভাণ্ডারে কোনো এসআরবিএম ছিল না। বিশ্বের অন্যতম লক্ষ্যনিবিষ্ট গোলাবারুদ (প্রেসিশন অ্যামিউনিশন) উদ্ভাবনকারী কোম্পানি রকেটসান সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তি ও সম্পদ কাজে লাগিয়ে তাইফুন এসআরবিএম উদ্ভাবন ও সফলভাবে পরীক্ষা সম্পন্ন করেছে।

এর আগে রকেটসান ইলদিরিম জে৬০০টি ও বোরা ব্যালিস্টক মিসাইল উদ্ভাবন করে। যথাক্রমে ১৫০+ ও ২৮০+ কিলোমিটার পাল্লার মিসাইল দুটি এরইমধ্যে তুর্কি স্থলবাহিনী কমান্ডের অস্ত্রভাণ্ডারে যুক্ত হয়েছে। এরই ধারাবাহিকতায় রকেটসানের নতুন উদ্ভাবন তাইফুন ট্যাকটিক্যাল ব্যালিস্টিক মিসাইল (টিবিএম)।

৩০০ কিলোমিটারের বেশি দূরত্বে আঘাত হানতে সক্ষম ব্যালিস্টিক মিসাইলকে ট্যাকটিক্যাল মিসাইল বলা হয়। আর ৩০০-১০০০ কিলোমিটার রেঞ্জের মিসাইলকে স্বল্প পাল্লার মিসাইল বলা হয়। এ হিসেবে তাইফুনকে তুরস্কের প্রথম এসআরবিএম বলছেন স্থানীয় কর্মকর্তারা। কাঠামোগত বিচারে বোরা ব্যালিস্টিক মিসাইলের সঙ্গে অনেক মিল রয়েছে তাইফুনের।

ব্যালিস্টিক মিসাইল সিস্টেম এক বা একাধিক রাসায়নিক, জৈব, পারমাণবিক ও প্রথাগত ওয়ারহেড বা গোলা বহন করতে পারে। একেকটি ব্যালিস্টিক মিসাইলের বহনকৃত ওয়ারহেডগুলোকে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাতের কাজে নিযুক্ত করা যায়। ব্যালিস্টিক মিসাইলে ওয়ারহেড ছাড়াও ইঞ্জিন, ফুয়েল ট্যাংক, অ্যালেরন (মোড় ঘুরানোর কাজে ব্যবহৃত অংশ) থাকলেও চুড়ান্ত পর্যায়ে কেবলমাত্র লক্ষ্যবস্তুতে পৌঁছে থাকে।

আগামী কয়েকদিনে তাইফুন ব্যালিস্টিক মিসাইলের আরও কয়েকটি পরীক্ষামূলক উৎক্ষেপণ সম্পন্ন করবে তুরস্ক। এরপর দ্রুততম সময়ে এ মিসাইল তুর্কি সশস্ত্র বাহিনীর কাছে হস্তান্তর করা হবে। তুর্কি সশস্ত্র বাহিনীর নিবারক সক্ষমতা অনেকাংশে বৃদ্ধি করবে তাইফুন। পৃথিবীর বেশ কয়েকটি দেশের হাতে ব্যালিস্টিক মিসাইল থাকলেও শনাক্ত ও ধ্বংস করতে অসুবিধার কারণে সব দেশেই প্রতিরক্ষা বিষয়ক চিন্তকরা ব্যালিস্টিক মিসাইলকে ঝামেলা হিসেবে দেখে থাকেন।

এদিকে পৃথক খবরে জানা গেছে, তুর্কি উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান টিএআই প্রথমবারের মতো তাদের গকবি হেলিকপ্টারের গিয়ারবক্স নিজেরাই প্রস্তুত করতে সমর্থ হয়েছে। টিএআইর পরিচালক তেমেল কোতিল এ খবর জানিয়ে সাংবাদিকদের বলেছেন, আমরা গকবি হেলিকপ্টারের গিয়ারবক্স বানাতে এক জার্মান কোম্পানির দ্বারস্থ হয়েছিলাম। কিন্তু তারা কিছুই করেনি। এখন আমরা নিজেরাই গিয়ারবক্স বানিয়ে ফেলার পর জার্মানরাও তাদের তৈরি গিয়ারবক্স পাঠানো শুরু করেছে।

Get the latest world news from our trusted sources. Our coverage spans across continents and covers politics, business, science, technology, health, and entertainment. Stay informed with breaking news, insightful analysis, and in-depth reporting on the issues that shape our world.

360-degree view of the world's latest news with our comprehensive coverage. From local stories to global events, we bring you the news you need to stay informed and engaged in today's fast-paced world.

Never miss a beat with our up-to-the-minute coverage of the world's latest news. Our team of expert journalists and analysts provides in-depth reporting and insightful commentary on the issues that matter most.