প্রেসিডেন্ট নির্বাচন: ১১ বারের মতো ব্যর্থ হয়ে অভিনব প্রতিবাদ
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
গত বছরের ৩১ অক্টোবর লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউনের মেয়াদ শেষ হয়। এখন পর্যন্ত দেশটি নতুন প্রেসিডেন্ট নির্বাচন করতে পারেনি। পর পর ১১তম অধিবেশনে সেই প্রচেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। সর্বশেষ ব্যর্থ হওয়ার প্রতিবাদে দুই রাজনীতিবিদ দেশটির সংসদের ভেতরে অন্ধকারে রাত কাটিয়েছেন। বিবিসির খবর।
লেবাননের পার্লামেন্টে দুই এমপি নাজাত সালিবা এবং মেলহেম খালাফের অবস্থান
ওই দুই এমপির নাম নাজাত সালিবা এবং মেলহেম খালাফ। সর্বশেষ রাউন্ডের ভোটের পরে সংদের আসন ত্যাগ করতে তারা অস্বীকৃতি জানান এবং অন্ধকার ভবনে রাত কাটান। দেশটির রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করেন, পদত্যাগের আগে মিশেল আউনের উচিত ছিল তার উত্তরসূরি নির্ধারণ করা।
লেবাননের বিভিন্ন রাজনৈতিক দল এখনও উত্তরসূরি নিয়ে একমত হতে পারেনি। নাজাত সালিবা বিবিসিকে বলেন, কেউ আমাদের অবস্থান থেকে সরানোর চেষ্টা করেনি। বিপরীতে সংসদের কর্মীরা খুব সহায়ক ছিল এবং এমনকি সাধারণ পরিষদ হল ছাড়াও আমাদের জন্য মিটিং রুমও খুলেছিল।
আমরা বিদ্যুৎ ছাড়া রাত কাটালেও বিভিন্ন লোক এবং অন্যান্য সংসদ সদস্য যারা আমাদের দেখতে এসেছিলেন, তারা প্রচুর খাবার নিয়ে এসেছিলেন।
মিসেস সালিবা এবং মি. খালাফ উভয়ই ফোর্স অফ চেঞ্জ ব্লকের। তারা গত নির্বাচনে পার্লামেন্টের এমপি হন। তাদের বক্তব্য, নতুন প্রেসিডেন্ট চূড়ান্তভাবে নির্বাচিত না হওয়া পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। তারা চান সহকর্মী সংসদ সদস্যরা এসে তাদের সঙ্গে দেখা করে সম্ভাব্য প্রার্থী নিয়ে আলোচনা করুক।
মিসেস সালিবা বলেন, প্রেসিডেন্ট নির্বাচন করা আমাদের কর্তব্য। সংবিধানের কোনো কিছুই কাজ করছে না। লেবাননের রাজনৈতিক ব্যবস্থা থমথমে। দলগুলোর মধ্যে বিভক্তি বাড়ছে। বসে বসে খেলা দেখলে যুদ্ধবাজরা ক্ষমতায় অধিষ্ঠিত হবে।
সর্বশেষ সংসদীয় অধিবেশনে সর্বাধিক জনপ্রিয় প্রার্থী মিশেল মোয়াদ মাত্র ৩৪ ভোট পান, যা প্রয়োজনীয় ৮৬ ভোটের চেয়ে অনেক কম। ৩৭ জন সাংসদ ফাঁকা ব্যালট জমা দিয়ে প্রতিবাদ করেন। গত বছরের মে মাসে জাতীয় নির্বাচনের পর থেকে দেশটিতে তত্ত্বাবধায়ক প্রশাসন বর্তমান রয়েছে। প্রধান দলগুলো একটি নতুন জোটে একমত হতে ব্যর্থ হওয়ায় এই সংকট।
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Get the latest world news from our trusted sources. Our coverage spans across continents and covers politics, business, science, technology, health, and entertainment. Stay informed with breaking news, insightful analysis, and in-depth reporting on the issues that shape our world.