আপনি পড়ছেন

স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ এবং রানী লেতিজিয়া দেশটিতে নিযুক্ত বিদেশি রাষ্ট্রদূতদের জন্য একটি অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করেন। এ সময় ইরানি রাষ্ট্রদূত হাসান গাসগাভি রানী লেতিজিয়ার সঙ্গে করমর্দন করা থেকে বিরত ছিলেন। বিষয়টি নিয়ে বেশ বিতর্কের সৃষ্টি হয়েছে।

iran ambassador avoids shaking hands with queen letizia of spainস্পেনের রানীর সঙ্গে করমর্দন না করায় বিতর্কের মুখে ইরানি রাষ্ট্রদূত

২৪ জানুয়ারি, বুধবার রাজধানী মাদ্রিদে অবস্থিত জারজুয়েলা প্রাসাদে এই অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। টুইটারে শেয়ার করা ভিডিও ফুটেজে দেখা গেছে, গাসগাভি রাজা ফিলিপের সঙ্গে করমর্দন করেন। এরপর তিনি লেতিজিয়ার সামনে এসে বুকে ডান হাত রেখে মাথা সামান্য নীচু করে রানীকে সম্মান জানান। 

এদিকে রাজপরিবারের ভক্তরা বিষয়টি ভালোভাবে গ্রহণ করেননি। তাদের মতে ইরানি রাষ্ট্রদূতের অঙ্গভঙ্গি অসম্মানজনক এবং দৃষ্টিকটু ছিল। তবে অনেকেই ইরানি রাষ্ট্রদূতের পক্ষেও অবস্থান নিয়েছেন। তাদের ভাষ্য, রাষ্ট্রদূত যা করেছেন তা ইরানি ঐতিহ্য ছিল। শারীরিক স্পর্শ এড়িয়ে ইরানে এভাবে নারীদের প্রতি সম্মান জানানো হয়।  

অবশ্য অন্যান্য রাষ্ট্রদূতদের সঙ্গে করমর্দন করলেও গাসগাভির প্রতি করমর্দনের জন্য হাত বাড়িয়ে দেননি রানী। এ থেকে অনুমান করা যায় রানীকে এ বিষয়ে আগেই সতর্ক করে দেওয়া হয়েছিল। প্রসঙ্গত, হাসান গাসগাভি ২০১৯ সালে স্পেনে রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হন। 

উল্লেখ্য, ইসলামে অপরিচিত নারী-পুরুষের মধ্যে করমর্দনের মতো শারীরিক সংস্পর্শ নিষিদ্ধ করা হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই ইসলামি প্রজাতন্ত্র ইরানের কোনো রাষ্ট্রদূতের পক্ষে কোনো নারীর সঙ্গে করমর্দন করা সম্ভব নয়। এমনকি তিনি রানী হলেও নয়।

সূত্র: ডেইলি মেইল 

Get the latest world news from our trusted sources. Our coverage spans across continents and covers politics, business, science, technology, health, and entertainment. Stay informed with breaking news, insightful analysis, and in-depth reporting on the issues that shape our world.