গুলেন আন্দোলন: ১২ জনকে আটকের নির্দেশ
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
ফেতুল্লাহ গুলেন আন্দোলনের (ফেটো) সাথে জড়িত থাকার অভিযোগে বেসামরিক কর্মচারীসহ ১২ জনকে আটকের নির্দেশ দিয়েছে তুর্কি প্রসিকিউটররা। শুক্রবার কল রেকর্ডের ভিত্তিতে ঘটনা প্রমাণিত হওয়ায় তাদের প্রতি ওই আটকাদেশ এসেছে। তুর্কি মিডিয়ার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সুইডেনের স্টকহোম সেন্টার ফর ফ্রিডম। টার্কিশ মিনিটের খবর।
আটক এক গুলেনকর্মী
ঘটনার তদন্ত করছে আঙ্কারা চিফ পাবলিক প্রসিকিউটর অফিস। তদন্তের অংশ হিসেবে চারজন বেসামরিক কর্মচারীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। ছয়জনকে সরকারি চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে এবং দুজন অভিযুক্ত হওয়ার আগেই চাকরি ছেড়ে দিয়েছে।
গুলেন আন্দোলন হলো তুর্কি ধর্মগুরু ফেতুল্লাহ গুলেন থেকে অনুপ্রাণিত একটি গোষ্ঠী। বলা হয়ে থাকে, গুলেন তুরস্কের জনগণের মধ্যে এমন প্রভাব সৃষ্টি করেছিলেন যে, খোদ এরদোয়ানের পরিবারের মধ্যেও গুলেনের প্রভাব বিদ্যমান ছিলো। ২০১৩ সালের পর থেকে ফেটো কর্মীদের বিরুদ্ধে একটি তদন্ত শুরু করেন এরদোয়ান।
তদন্তে গুলেনবাদীদের বিরুদ্ধে অভ্যুত্থান পরিকল্পনার অভিযোগ ওঠে, তবে ফেতুল্লা গুলেন তা প্রত্যাখ্যান করে। এরদোয়ান আন্দোলনটিকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেন এবং এর সদস্যদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে শুরু করেন। তুরস্কে ২০১৬ সালে একটি অভ্যুত্থানের চেষ্টা হয়। এরপর থেকেই ফেটো আন্দোলনের ওপর সরকারি কঠোরতা নেমে আসে।
অভ্যুত্থান পরিকল্পনার জন্য গুলেনকে অভিযুক্ত করেছিলেন এরদোয়ান। গুলেনপন্থীরা তা দৃঢ়ভাবে অস্বীকার করে আসছে।সন্দেহভাজনদের বিরুদ্ধে অভিযোগ, তারা গোপনভাবে একে অপরের সাথে যোগাযোগ করেন। ওই অভ্যুত্থানের পর দেশটির জাতীয় গোয়েন্দা সংস্থার তৈরি করা তালিকার ভিত্তিতে ফেটো সদস্যদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল।
সুইডেনের স্টকহোম সেন্টার ফর ফ্রিডমের দাবি, অভ্যুত্থানের চেষ্টার পর তুর্কি সরকার জরুরি অবস্থা ঘোষণা করে এবং একটি অভ্যুত্থানবিরোধী লড়াইয়ের অজুহাতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ব্যাপকভাবে নির্মূল করে। এ পর্যন্ত এক লাখ ৩০ হাজার সরকারি কর্মচারীকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে।
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Get the latest world news from our trusted sources. Our coverage spans across continents and covers politics, business, science, technology, health, and entertainment. Stay informed with breaking news, insightful analysis, and in-depth reporting on the issues that shape our world.