আপনি পড়ছেন

বিবিসি বাংলা বন্ধের এক মাস পার না হতেই এবার বন্ধ হয়ে গেল বিবিসি আরবি। শুক্রবার রাতে এটি অফ এয়ারে চলে যায়। এর মাধ্যমে তার ৮৫ বছরের রেডিও সম্প্রচারের সমাপ্তি ঘটছে। তবে বিবিসি বাংলার মতো এক্ষেত্রেও বিবিসির অনলাইন সেবা চালু থাকবে। খবর মিডলইস্টআই।

bbc newsবিবিসি আরবি নিউজ

বিবিসি আরবি ছিল বিবিসি এম্পায়ার সার্ভিসের প্রথম কোনো বিদেশি ভাষায় রেডিও সম্প্রচার। ১৯৩৮ সালের ৩ জানুয়ারি এটি প্রথমবারের মতো প্রচারিত হয়েছিল। এই মাসের শুরুতেই আরবিভাষী নেটওয়ার্কটি এক ঘোষণায় জানিয়েছিল, বন্ধ করার লক্ষ্য নিয়ে এটি ধীরে ধীরে তার পরিষেবা হ্রাস করবে। পরে বিবিসি আরবি রেডিওর সম্পাদক আদেল সোলাইমান জানান, শুক্রবার লন্ডন সময় দুপুর একটায় বিবিসি আরবির সম্প্রচারের সমাপ্তি ঘটবে।

নেটওয়ার্কটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ১৯৫৬ সালের সুয়েজ সংকট, আরব-ইসরায়েল যুদ্ধ, ফিলিস্তিনি আন্দোলন ও ইরাক আক্রমনের মতো আরব বিশ্বের অসংখ্য ঘটনা কাভার করেছিল।

bbc arbiবিবিসি আরবি

২০২২ সালের সেপ্টেম্বরে খরচ কমানোর পরিকল্পনার অংশ হিসেবে বাংলা, আরবি, ফারসিসহ তার বেশ কয়েকটি বিদেশি ভাষা স্টেশন স্থগিত করার ঘোষণা দিয়েছিল। তখন তারা জানিয়েছিল, যুক্তরাজ্য সরকারের নিয়মের অধীনে তারা এই পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছেন। খরচ কমানোর এই পরিকল্পনায় বিশ্বজুড়ে বিবিসির বিভিন্ন অফিসে ৩৮২ জন লোক তাদের চাকরি হারাবেন। আর বেতন ও অফিস বন্ধ বাবদ এই সংস্থাটির প্রায় ৩৫ দশমিক তিন মিলিয়ন ডলার সাশ্রয় হবে।

এর আগে দীর্ঘ ৮১ বছর সম্প্রচারের পর গত বছরের শেষ দিনটিতে (৩১ ডিসেম্বর) চিরতরে বন্ধ যায় বিবিসি বাংলার রেডিও সম্প্রচার। সে সময় বিবিসি বাংলার সম্পাদক সাবির মুস্তাফা বলেন, বিবিসি বেশ কিছু দিন থেকে ডিজিটাল প্লাটফর্মের ওপর বেশি জোর দিচ্ছে। এবার এই পরিবর্তনের প্রক্রিয়া আরও ত্বরান্বিত করা হবে।

১৯৪১ সালের ১১ অক্টোবর যাত্রা শুরু করেছিল বিবিসি বাংলা রেডিও। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্রান্তিকালে মিত্র পক্ষের বক্তব্য ভারতীয় উপমহাদেশের মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েই মূলত শুরু হয়েছিল বিবিসি বাংলার এ কার্যক্রম। তবে বাংলাদেশের মানুষের মাঝে বিবিসি বাংলা ব্যাপক পরিচিতি ও জনপ্রিয়তা লাভ করে ১৯৭১ সালে, স্বাধীনতা যুদ্ধের সময়। মানুষ তখন যুদ্ধের খবরের জন্য বিবিসি বাংলার ওপর পুরোপুরি নির্ভর করত।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Get the latest world news from our trusted sources. Our coverage spans across continents and covers politics, business, science, technology, health, and entertainment. Stay informed with breaking news, insightful analysis, and in-depth reporting on the issues that shape our world.