দুর্নীতি সূচকে বড় উন্নতি আফগানিস্তানের
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) প্রকাশিত সাম্প্রতিক দুর্নীতি ধারণা সূচকে আফগানিস্তানের বড় ধরনের উন্নতি দেখা গেছে। ১৮০টি দেশের মধ্যে আফগানিস্তান ১৫০তম স্থানে ওঠে এসেছে, যা আগের বছর ছিল ১৭৪তম। খবর তোলোনিউজ।
দুর্নীতি কমে আসছে আফগানিস্তানে
দুর্নীতি সূচকের এ তালিকায় শীর্ষ স্থানে রয়েছে ডেনমার্ক। ফিনল্যান্ড ও নিউজিল্যান্ড যৌথভাবে দ্বিতীয় তালিকায় অবস্থান করছে। অন্যদিকে তালিকায় বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে স্থান পেয়েছে সোমালিয়া।
আফগানিস্তানের শাসন ও দুর্নীতি বিরোধী বিশেষজ্ঞ মাইওয়ান্দ রোহানি বলেন, বর্তমান তালেবান প্রশাসনে দুর্নীতি ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। কারণ এখন সরকারি কাজে ঘুষ দিতে হচ্ছে না। এছাড়া সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দ্বারা সরকারি সম্পদের ব্যক্তিগত ব্যবহার বহুলাংশে হ্রাস পেয়েছে। সেইসাথে প্রশাসনে স্বজনপ্রীতি বন্ধ হয়ে গেছে, ফলে আত্মীয়স্বজন ও বন্ধুদের নিয়োগ কমে গেছে।
সিপিআই ২০২২
রাজনৈতিক বিশ্লেষক হামিদ আজিজি বলেন, আফগানিস্তানে দুর্নীতি কমে যাওয়ার একটি প্রধান এবং গুরুত্বপূর্ণ কারণ হল, অন্যান্য গণতান্ত্রিক রাষ্ট্রের মতো এখানে নিম্ন-পদস্থ কর্মকর্তাদের উচ্চ স্তরের সরকারি কর্মকর্তাদেরকে অর্থ দিতে হয় না। ফলে দুর্নীতি ব্যাপকভাবে কমে গেছে।
কাবুলের বাসিন্দা আবদুল হামিদ করিমি বলেন, অতীতের তুলনায় দুর্নীতি অনেকখানি কমেছে। অতীতে অনেক দুর্নীতি ছিল। আগে টাকার বিনিময়ে অনেক অবৈধ সুযোগ-সুবিধা ছিল। এখন সেই সব অবৈধ পন্থা কমে গেছে। এখন এসব ক্ষেত্রে আর কোনো দুর্নীতি নেই। কাজও সহজ হয়েছে।
কাবুলের আরেক বাসিন্দা সাইয়েদ আদেল শাহ বাকিরি বর্তমান প্রশাসনের ব্যাপারে সন্তোষ প্রকাশ করে বলেন, সরকারি পদে নিয়োগ কখনোই ব্যক্তিগত সংযোগের উপর ভিত্তি করে হওয়া উচিত নয়; বরং এটা হওয়া উচিত যোগ্যতা ও সামর্থ্যের ভিত্তিতে।
আফগানিস্তানের ব্যাপারে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের প্রতিবেদনকে অন্যায্য ও অবিশ্বস্ত বলে অভিহিত করেছে ইসলামিক আমিরাত। তালেবান প্রশাসনের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেন, তারা দুর্নীতির বিষয়ে কোনো গবেষণা করে না, গভীরভাবে তদন্ত করে না। তারা কেবল দূর থেকে বিচার করে, গুজবের ওপর ভর করে তারা এ পরিসংখ্যান প্রকাশ করে। তাই তাদের এ পরিসংখ্যান ও গণনা খুব একটা বিশ্বাসযোগ্য নয়।
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Get the latest world news from our trusted sources. Our coverage spans across continents and covers politics, business, science, technology, health, and entertainment. Stay informed with breaking news, insightful analysis, and in-depth reporting on the issues that shape our world.