ম্যাক্রোনের দাবি প্রত্যাখ্যান করেছে ইরান
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোনের সাম্প্রতিক দাবিকে প্রত্যাখ্যান করেছে ইরান। গত বৃহস্পতিবার প্যারিসে ইসরায়েলি প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের পর ম্যাক্রোন ইরানের পারমাণবিক কর্মসূচিকে ‘বেপরোয়া কার্যক্রম‘ বলে নিন্দা করেন। ইরান ফ্রন্ট পেজের খবর।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেছেন, ফরাসি প্রেসিডেন্ট এমন সময়ে ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মকাণ্ডের সমালোচনা করলেন, যখন ইসরায়েলের কয়েক ডজন পারমাণবিক ওয়ারহেড আছে, কিন্তু কোনো আন্তর্জাতিক তদারকি তারা মানে না।
কানানি বলেন, দখলদারিত্ব ও সামরিক আগ্রাসনের অন্ধকার রেকর্ড রয়েছে ইসরায়েলের। দেশটি আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি। দেশটির পরিচালিত সন্ত্রাস, সহিংসতা, হত্যাকাণ্ড এবং ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতির ঘটনার তীব্র নিন্দা জানান তিনি।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জোর দিয়ে বলেন, আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) তত্ত্বাবধানে ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ সম্পর্কে উদ্বেগ প্রকাশ করার পরিবর্তে ফ্রান্সের উচিত ইসরায়েল কীভাবে পারমাণবিক অস্ত্র ব্যবহার করেছে, সে সম্পর্কে বিশ্বকে সচেতন করা।
কানানি মনে করেন, ফরাসি কর্মকর্তারা ভুলের মধ্যে রয়েছেন এবং এই ভুল সংশোধন করে পারস্পরিক শ্রদ্ধার নীতিতে ফিরে আসতে হবে। ইরানের সাথে দ্বিপক্ষীয় সম্পর্কের আরও ক্ষতি করার প্রচেষ্টা বন্ধ করার পরামর্শ দেন তিনি।
এদিকে ইরানের রাজনৈতিক বিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রী আলী বাঘেরি বলেছেন, ইরান নিষেধাজ্ঞা অপসারণে আলোচনা এবং ইরানের পরমাণু চুক্তি পুনরুজ্জীবিত করার লক্ষ্যে অন্য পক্ষের সাথে যোগাযোগ অব্যাহত রাখবে। আলোচনা ফলপ্রসু হওয়ার ব্যাপারে তেহরান আশাবাদী।
বাঘেরি বলেন, ইরান পরমাণু চুক্তি পুনরুজ্জীবিত করার লক্ষ্যে আলোচনার দাবিদার এবং তেহরান ২০১৫ সালে করা চুক্তির কাঠামোর মধ্যে আলোচনার জন্য প্রস্তুত।
খবরে বলা হয়, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে ইরানের সাথে করা পরমাণু চুক্তি জেসিপিওএ থেকে সম্পূর্ণরূপে প্রত্যাহার করে যুক্তরাষ্ট্র। ২০১৮ সালে ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা পুনর্বহাল করেন ট্রাম্প। পরে ইরান পরমাণু চুক্তির অধীনে তার প্রতিশ্রুতি চুল পরিমাণ হ্রাস করতে রাজি নয় বলে মনে করা হয়।
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Get the latest world news from our trusted sources. Our coverage spans across continents and covers politics, business, science, technology, health, and entertainment. Stay informed with breaking news, insightful analysis, and in-depth reporting on the issues that shape our world.